পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বর্ণপরিচয়— দ্বিতীয় ভাগ ᏕᎼ☾ বড় মন্দ কৰ্ম্ম করিয়াছ ; সে বলে, আমি না বুঝিয়া করিয়াছি, আর কখনও এমন কৰ্ম্ম করিব না, এবার অামায় মাপ করুন। তার পর রাম আর কদাচ তেমন কৰ্ম্ম করে না । যাহা শুনিলে লোকের মনে ক্লেশ হয়, রাম কখনও কাহাকেও সেরূপ কথা বলে না ; সে কখনও কানাকে কানা, বা খোড়াকে খোড়া, বলিয়া ডাকে না । কানাকে কানা বা খোড়াকে খোড়া বলিলে, তাহারা বড় দুঃখিত হয়। এজন্য, কাহারও ওরূপ বলা উচিত নয়। রামের মুখে কেহ কখনও কটু, অপ্রিয়, বা অশ্লীল কথা শুনিতে পায় না। অষ্টম পাঠ পিতা মাতা দেখ বালকগণ । পুথিবীতে পিতা মাত অপেক্ষ বড় কেহ নাই। মাতা গর্ভে ধরিয়াছেন । পিতা জন্ম দিয়াছেন । র্তাহারা কত যত্নে, কত কষ্টে, তোমাদের লালন পালন করিয়াছেন । র্তাহারা সেরূপ যত্ন ও সেরূপ কষ্ট না করিলে, তোমাদের প্রাণরক্ষা হইত না । র্তাহারা তোমাদিগকে যেরূপ ভাল বাসেন, পৃথিবীতে আর কেহ তোমাদিগকে সেরূপ ভাল বাসেন না । কিসে তোমাদের মুখ ও আহলাদ হয়, তাহারা সৰ্ব্বদা সে চেষ্টা করেন । তোমাদের মুখ ও আহলাদ দেখিলে, তাহাদের যেরূপ মুখ ও আহলাদ হয়, আর কাহারও সেরূপ হয় না । তাহারা তোমাদের উপর যত সদয়, আর কেহ সেরূপ নহেন । যাহাতে তোমাদের মঙ্গল হয়, সে বিষয়ে তাহার। সতত কত যত্ন করেন । তোমাদের বিদ্যা হইলে, চির কাল মুখে থাকিতে পারিবে, এজন্য তোমাদিগকে বিদ্যালয়ে পাঠাইয়াছেন । তোমরা মন দিয়া লেখা পড়া শিখিলে, র্তাহাদের কত আহলাদ হয়। তাহার, দয়া করিয়া, তোমাদিগকে খাওয়া পরা না দিলে, তোমাদের ক্লেশের সীমা থাকিত না । উপাদেয় বস্তু পাইলে, আপনার না খাইয়া, তোমাদিগকে দেন। ভাল বস্ত্র পরিলে, তোমরা আহলাদিত হও, এজন্য তোমাদিগকে ভাল বস্ত্র কিনিয়া দেন । তোমাদের পীড়া হইলে, তাহদের মনে কত কষ্ট ও কত দুর্ভাবনা হয় । তোমাদের পীড়াশাস্তির নিমিত্ত, কত চেষ্টা ও কত যত্ন করেন। যাবৎ তোমরা সুস্থ হইয়া না উঠ,