পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজ্ঞাপন রাজা বিক্রমাদিত্যের পাঁচ ছয় শত বৎসর পূৰ্ব্বে, গ্ৰীসদেশে ঈসপ নামে এক পণ্ডিত ছিলেন। তিনি, কতকগুলি নীতিগর্ভ গল্পের রচনা করিয়া, আপন নাম চিরস্মরণীয় করিয়া গিয়াছেন। ঐ সকল গল্প ইঙ্গরেজি প্রভৃতি নানা যুরোপীয় ভাষায় অনুবাদিত হইয়াছে, এবং, য়ুরোপের সর্ব প্রদেশেই, অদ্যাপি, আদর পূর্বক, পঠিত হইয় থাকে। গল্পগুলি অতি মনোহর ; পাঠ করিলে, বিলক্ষণ কৌতুক জন্মে, এবং আনুষঙ্গিক সছুপদেশলাভ হয়। এই নিমিত্ত, শিক্ষাকৰ্ম্মাধ্যক্ষ শ্ৰীযুত উইলিয়ম গর্ডন ইয়ৰ্ছ মহোদয়ের অভিপ্রায় অনুসারে, আমি ঐ সকল গল্পের অনুবাদে প্রবৃত্ত হই। কিন্তু, এতদেশীয় পাঠকবর্গের পক্ষে, সকল গল্পগুলি তাদৃশ মনোহর বোধ হইবেক না ; এজন্য, ৬৮টি মাত্র, আপাতত:, অনুবাদিত ও প্রচারিত হইল। শ্ৰীযুক্ত রেবেরেণ্ড টমস জেমস, ঈসপরচিত গল্পের ইঙ্গরেজি ভাষায় অনুবাদ করিয়া, যে পুস্তক প্রচারিত করিয়াছেন, অনুবাদিত গল্পগুলি সেই পুস্তক হইতে পরিগৃহীত হইয়াছে। শ্ৰীঈশ্বরচন্দ্ৰ শৰ্ম্ম৷ কলিকাতা। সংস্কৃত কালেজ । | সংবৎ ১৯১২ حة সপ্তত্রিংশ সংস্করণের বিজ্ঞাপন এই সংস্করণে, অশ্ব ও অশ্বপাল, বৃদ্ধ নারী ও চিকিৎসক, কুকুরদষ্ট মনুষ, পথিকগণ ও বটবৃক্ষ, কুঠার ও জলদেবতা, দুঃখী বৃদ্ধ ও যম, এই ছয়টি গল্প নূতন অনুবাদিত ও সন্নিবেশিত হইয়াছে। এক্ষণে, সমুদয়ে গল্পের সংখ্যা ৭৪টি হইল। পুস্তকের আদ্যোপান্ত, সবিশেষ যত্ন সহকারে, সংশোধিত হইয়াছে। শ্ৰীঈশ্বরচন্দ্ৰ শৰ্ম্ম৷ কলিকাতা । ১লা বৈশাখ। সংবৎ ১৯৩৯ ৷