পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কথামাল৷ WÒo (ł উপকার করিয়াছি ; এক্ষণে, বৃদ্ধ হইয়া, নিতান্ত দুৰ্ব্বল ও অক্ষম হইয়া পড়িয়াছি বলিয়া, তিরস্কার ও প্রহার করা উচিত নহে। অশ্ব ও অশ্বপাল রীতিমত আহার পাইলে, এবং শরীর রীতিমত মার্জিত ও মদিত হইলে, অশ্বগণ বিলক্ষণ বলবান হয়, এবং সুশ্রী ও চিক্কণ দেখায়। কিন্তু, রীতিমত আহার না দিলে, মার্জনে ও মর্দনে কোনও ফল হয় না। কোনও অশ্বপাল, প্রত্যহ, অশ্বের অtহরিদ্রব্যের কিয়ৎ অংশ বেচিয়া, বিলক্ষণ লাভ করিত। অশ্ব, রীতিমত আহার না পাইয়া, দিন দিন দুৰ্ব্বল হইতে লাগিল। দুষ্ট অশ্বপাল, লাভের লোভে, অশ্বের আহারদ্রব্য প্রত্যহ চুরি করিত, বটে ; কিন্তু, মার্জন ও মর্দন বিষয়ে, তাহার কিছুমাত্র আলস্য ছিল না ; বরং, সচরাচর সকলে, যত বার ও যত ক্ষণ, মার্জন ও মর্দন করে, সে তাহ অপেক্ষা অধিক ক্ষণ ও অধিক বার করিত । দুৰ্ব্বল শরীরে অধিক মার্জন ও মর্দন করাতে, অশ্বের বিলক্ষণ ক্লেশ হইতে লাগিল । এজন্য, অশ্ব, অতিশয় বিরক্ত হইয়া, এক দিন, অশ্বপালকে বলিল, ভাই হে, যদি, আমাকে সুশ্রী ও সবল করিবার নিমিত্ত, তোমার বাস্তবিক অভিপ্রায় থাকে, তাহা হইলে, রীতিমত আহার দিতে আরম্ভ কর । রীতিমত আহার না দিলে, কেবল মার্জন ও মর্দন দ্বারা, তুমি সে অভিপ্রায়, কোনও কালে, সম্পন্ন করিতে পারিবে না । সপ ও কৃষক শীত কালে, এক কৃষক, অতি প্রত্যুষে, ক্ষেত্রে কৰ্ম্ম করিতে যাইতেছিল ; দেখিতে পাইল, এক সপ, হিমে আচ্ছন্ন ও মৃতপ্রায় হইয়া, পথের ধারে পড়িয়া আছে। দেখিয়া, তাহার অন্তঃকরণে দয়ার উদয় হইল। তখন সে ঐ সপকে উঠাইয়া লইল, এবং, বাটতে আনিয়া, আগুনে সেকিয়া, কিছু আহার দিয়া, তাহাকে সজীব করিল। সর্প, এই রূপে সজীব হইয়া উঠিয়া, পুনরায় আপন স্বভাব প্রাপ্ত হইল, এবং, কৃষকের শিশু সস্তানকে সম্মুখে পাইয়া, দংশন করিতে উদ্যত হইল । Woo