পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কথামাল৷ \ף צס পারিত না। একদা, বাঘেরা পরামর্শ করিল, এই সকল কুকুর থাকিতে, আমরা কিছুই করিতে পারিব না। কৌশল করিয়া, ইহাদিগকে দূর করিতে ন পারিলে, আমাদের সুবিধা নাই। অতএব যাহাতে ইহার মেষগণের নিকট হইতে যায়, এমন কোনও উপায় করা আবশ্যক । এই স্থির করিয়া, তাহারা মেষগণের নিকট বলিয়া পাঠাইল, আইস, আমরা অতঃপর সন্ধি করি । কেন, চির কাল, পরস্পর বিবাদ করিয়া মরি। যে সকল কুকুর তোমাদের রক্ষণাবেক্ষণ করে, তাহারাই সমস্ত বিবাদের মূল। তাহারা অনবরত চীৎকার করে, তাহাতেই আমাদের বিষম কোপ জন্মে। তাহাদিগকে বিদায় করিয়া দাও ; তাহী হইলে, চির কাল, আমাদের পরস্পর সদ্ভাব থাকিবেক । নিৰ্ব্বোধ মেষগণ, এই কুমন্ত্রণায় ভুলিয়া, কুকুরদিগকে বিদায় করিয়া দিল। এইরূপে, তাহার রক্ষকশ্বন্ত হওয়াতে, বাঘেরা, নিরুদ্বেগে, তাহাদের প্রাণসংহার করিয়া, ইচ্ছামত উদরপূৰ্ত্তি করিল। শত্রুর কথায ভুলিয়া, হিতৈষী বন্ধুকে দূর করিয়া দিলে, নিশ্চিত বিপদ ঘটে । লাঙ্গুলহীন শৃগাল কোনও সময়ে, এক শৃগাল ফাদে পড়িয়াছিল। যাহারা ফাদ পাতিয়াছিল, তাহার তাহার প্রাণবধের উদ্যম করিল ; কিন্তু, তাহার কাতরতা দেখিয়া, প্রাণে না মারিয়া, লাঙ্গুল কাটিয়া, ছাড়িয়া দিল। শৃগাল, লাঙ্গুল দিয়া, প্রাণ বাচাইল বটে ; কিন্তু, লাঙ্গুল ন৷ থাকাতে, স্বজাতির নিকট যে অপমানবোধ হইবেক, তাহ। ভাবিয়া, মনে মনে কহিতে লাগিল, লাঙ্গুল যাওয়া অপেক্ষা, আমার প্রাণ যাওয়া ভাল ছিল। পরিশেষে, এই অপমান শুধরিয়া লইবার জন্ত, সকল শৃগালকে একত্র করিয়া, সে কহিতে লাগিল, দেখ, ভাই সকল ! আমার ইচ্ছা এই, তোমরা সকলে, আমার মত, স্ব স্ব লাঙ্গুল কাটিয়া ফেল । লাঙ্গুল না থাকাতে, আমি যেরূপ সচ্ছন্দ শরীরে বেড়িয়া বেড়াইতেছি, তোমরা কেহই তাহ অনুভব করিতে পারিতেছ না। যদি পরীক্ষা করিয়া না দেখিতাম, বোধ করি, আমিও কখনও বিশ্বাস করিতাম না । বিবেচনা করিয়া দেখিলে, লাঙ্গুল থাকিলে, অতি কদৰ্য্য দেখায়, পদে পদে, যার পর নাই অসুবিধা ঘটে। ফলকথা এই, লাঙ্গুল রাখায়, অনৰ্থক ভার বহিয়৷ বেড়ান মাত্র লাভ । আমার আশ্চৰ্য্য বোধ