পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষক ও সারস কতকগুলি বক, প্রতিদিন, ক্ষেত্রের শস্য নষ্ট করিয়া যাইত। তাহ দেখিয়া, কৃষক, বক ধরিবার নিমিত্ত, ক্ষেত্রে জাল পাতিয়া রাখিল । পরে, সে জাল তদারক করিতে গিয়া দেখিল, কতকগুলি বক জালে পড়িয়া আছে, এবং একটি সারসও, সেই সঙ্গে, জালে পড়িয়াছে। তখন সারস কৃষককে কহিল, ভাই কৃষক । আমি বক নহি ; আমি তোমার শস্য নষ্ট করি নাই ; আমায় ছাড়িয়া দাও । তুমি বিবেচনা করিয়া দেখ, আমার কোনও অপরাধ নাই। যত পক্ষী আছে, আমি সে সকল অপেক্ষ অধিক ধৰ্ম্মপরায়ণ । আমি, কখনও, কাহারও কোনও অনিষ্ট করি না। আমি বুদ্ধ পিতা মাতার, যার পর নাই, সম্মান করি, এবং, নানা স্থানে ভ্রমণ করিয়া, প্রাণপণে র্তাহাদের ভরণ পোষণ করি। তখন কৃষক কহিল, শুন সারস ! তুমি যে সকল কথা বলিলে, সে সকলই যথার্থ, তাহাতে আমার সন্দেহ নাই। কিন্তু, যাহারা আমার শস্য নষ্ট করে, তুমি তাহদের সঙ্গে ধরা পড়িয়াছ । এজন্য, তোমায়, তাহাদের সঙ্গে, শাস্তিভোগ করিতে হইবেক । অসৎসঙ্গের অশেষ দোষ। যথার্থ সাধুদিগকেও, সঙ্গদোযে, বিপদে পড়িতে হয়। গৃহস্থ ও তাহার পুত্রগণ এক গৃহস্থ ব্যক্তির কতিপয় পুত্র ছিল। ঐ পুত্রদের পরস্পর সম্ভাব ছিল না। তাহারা সতত বিবাদ করিত। গৃহস্থ সৰ্ব্বদাই তাহাদিগকে বুঝাইতেন ; কিন্তু, তাহারা র্তাহার কথা শুনিত না। তখন তিনি এই স্থির করিলেন, কেবল কথায় না বলিয়া, দৃষ্টান্ত দেখাইয়া বুঝাইলে, ইহারা বিবাদে ক্ষান্ত হইতে পারে। অনন্তর, তিনি পুত্রদিগকে আপন নিকটে ডাকাইয়৷ আনিলেন, এবং কতকগুলি কঞ্চি আনিয়া আটি বাধিতে বলিলেন। তাহার। তৎক্ষণাৎ সেইরূপ করিলে, তিনি জ্যেষ্ঠ পুত্রকে কহিলেন, বাপু ! এই কঞ্চির আটটি ভাঙ্গিয় ফেল । সে, দুই হাতে দুই পাশ ধরিয়া, মাজখানে পা দিয়া, ভাঙ্গিবার বিস্তর চেষ্টা পাইল, কিন্তু কিছুতেই ভাঙ্গিতে পারিল না। এইরূপে, গৃহস্থ, একে একে, সকল পুত্রকেই সেই কঞ্চির আট ভাঙ্গিতে বলিলেন। সকলেই চেষ্টা পাইল, কেহই ভাঙ্গিতে পারিল না। তখন তিনি এক পুত্ৰকে, কঞ্চির আট