পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कथांभांकन ৩২৫ তাড়াইয়া দিত। এক দিন, এক অশ্ব কহিল, দেখ, এই হতভাগা কুকুর কেমন তুৰ্বত্ত ! আহারের দ্রব্যের উপর শয়ন করিয়া থাকিবেক ; আপনিও আহার করিবেক না, এবং, যাহারা ঐ আহার করিয়া প্রাণধারণ করিবেক, তাহাদিগকেও আহার করিতে দিবেক না। বৃষ ও মশক এক মশক, কোনও বৃষের মস্তকের উপর কিয়ৎ ক্ষণ উড়িয়া, অবশেষে তাহার শৃঙ্গের উপর বসিল, এবং মনে ভাবিল, হয় ত বৃষ আমার ভারে কাতর হইয়াছে। তখন তাহাকে কহিল, ভাই হে ! যদি আমার ভার তোমার অসহ্য হইয়া থাকে, বল, আমি এখনই উড়িয়া যাইতেছি ; আমি তোমায় ক্লেশ দিতে চাহি না । ইহা শুনিয়া, বৃষ কহিল, তুমি সে জন্য উদ্বিগ্ন হইও না । তুমি থাক বা যাও, আমার পক্ষে দুই সমান। তুমি এত ক্ষুদ্র যে, তুমি আমার শৃঙ্গে বসিয়াছ, এ পর্য্যন্ত আমার সে অনুভবই হয় নাই। মন যত ক্ষুদ্র, আত্মশ্লাঘা তত অধিক হয়। মৃন্ময় ও কাংস্যময় পাত্র এক মৃন্ময় পাত্র ও এক কাংস্ত পাত্র নদীর স্রোতে ভাসিয়া যাইতেছিল। কাংস্তপাত্র মৃন্ময়পাত্রকে কহিল, অহে মৃন্ময় পাত্র । তুমি আমার নিকটে থাক, তাহ হইলে, আমি তোমার রক্ষা করিতে পারিব। তখন মৃন্ময় পাত্ৰ কহিল, তুমি যে এরূপ প্রস্তাব করিলে, তাহাতে আমি অতিশয় উপকৃত হইলাম। কিন্তু, আমি, যে আশঙ্কায়, তোমার তফাতে থাকিতেছি, তোমার নিকটে গেলে, আমার তাহাই ঘটিবেক । তুমি অনুগ্রহ করিয়া, তফাতে থাকিলেই, আমার মঙ্গল। কারণ, আমরা উভয়ে একত্র হইলে, আমারই সৰ্ব্বনাশ । তোমার আঘাত লাগিলে, আমিই ভাঙ্গিয়া যাইব । প্রবল প্রতিবেশীর নিকটে থাকা পরামর্শসিদ্ধ নহে ; বিবাদ উপস্থিত হইলে, দুৰ্ব্বলের সৰ্ব্বনাশ ।