বাঙ্গালার ইতিহাস—দ্বিতীয় ভাগ Swo একটার সময়, তীরে উত্তীর্ণ হইলেন। দুইটার সময়, সমুদয় সৈন্ত স্ব স্ব অস্ত্র লইয়া প্রস্তুত হইল, এবং চারিটার সময়, এক বারে নবাবের ছাউনির দিকে যাত্রা করিল । সৈন্য সমুদয়ে ১৩৫০ গোর ও ৮০০ সিপাই । অকুতোভয় ক্লাইব, সাহসে নির্ভর করিয়া, এই মাত্র সৈন্ত লইয়া, বিংশতি গুণ অধিক সৈন্ত আক্রমণ করিতে চলিলেন । শীত কালের শেষে, প্রায় প্রতিদিন কুজ্বটিক হইয়া থাকে। সে দিবসও, প্রভাত হইব মাত্র, এমন নিবিড় কুজ্বাটিক হইল যে, কোনও ব্যক্তি, আপনার সম্মুখের বস্তুও দেখিতে পায় না । যাহা হউক, ইঙ্গরেজের, যুদ্ধ করিতে করিতে, বিপক্ষের শিবির ভেদ করিয়া চলিয়া গেলেন। হত ও আহত সমুদয়ে তাহদের দুই শত বিংশতি জন মাত্র সৈন্য নষ্ট হয়। কিন্তু নবাবের তদপেক্ষায় অনেক অধিক লোক নিধন প্রাপ্ত হইয়াছিল । নবাব, ক্লাইবের ঈদৃশ অসম্ভব সাহস দর্শনে, অতিশয় " ভয় প্রাপ্ত হইলেন, এবং বুঝিতে পারিলেন, কেমন ভয়ানক শত্রুর সহিত বিবাদে প্রবৃত্ত হইয়াছেন। অতএব, তিনি তৎক্ষণাৎ তথা হইতে চারি ক্রোশ দূরে গিয়া ছাউনি করিলেন। ক্লাইব দ্বিতীয় বার আক্রমণের সমুদয় উদ্যোগ করিলেন । কিন্তু নবাব, তদীয় অসম্ভব সাহস ও অকুতোভয়ত৷ দর্শনে, যুদ্ধের বিষয়ে এত ভগ্নোৎসাহ হইয়াছিলেন যে, সন্ধির বিষয়েই সম্মত হইয়া, ৯ই ফেব্রুয়ারি, সন্ধিপত্রে স্বাক্ষর করিলেন । এই সন্ধি দ্বারা ইঙ্গরেজের, পূর্বের ন্যায়, সমুদয় অধিকার প্রাপ্ত হইলেন। অধিকন্তু, কলিকাতায় দুর্গনিৰ্ম্মাণ ও টাকশালস্থাপন করিবার অনুমতি পাইলেন ; আর, তাহাদের পণ্য দ্রব্যের শুল্কদান রহিত হইল। নবাব ইহা ও স্বীকার করিলেন, কলিকাতা আক্রমণ কালে যে সকল দ্রব্য গৃহীত হইয়াছে, সমুদয় ফিরিয়া দিবেন ; আর যাহা যাহা নষ্ট হইয়াছে, সে সমুদয়ের যথোপযুক্ত মূল্য ধরিয়া দিবেন। ইঙ্গরেজের যুদ্ধে জয়ী হইয়াছেন, এই ভাবিয়া, নবাব এই সকল নিয়ম তৎকালে অতিশয় অনুকূল বোধ করিলেন। আর ক্লাইবও এই বিবেচনা করিয়া সন্ধিপক্ষে নির্ভর করিলেন যে, যুরোপে ফরাসিদিগের সহিত ইঙ্গরেজদিগের যুদ্ধ আরব্ধ হইয়াছে ; আর, কলিকাতায় ইঙ্গরেজদিগের যত য়ুরোপীয় সৈন্য আছে, চন্দন নগরে ফরাসিদিগেরও তত আছে । অতএব, চন্দন নগর আক্রমণ করিতে যাইবার পূৰ্ব্বে, নবাবের সহিত নিষ্পত্তি করিয়া, সম্পূর্ণ রূপে নিশ্চিন্ত হওয়া আবশ্বক। ইঙ্গরেজ ও ফরাসি, এই উভয় জাতির যুরোপে পরস্পর যুদ্ধ আরব্ধ হইবার সংবাদ কলিকাতায় পহুছিলে, ক্লাইব, চন্দননগরবাসী ফরাসিদিগের নিকট প্রস্তাব করিলেন,
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।