পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কথামাল৷ \రి వె আমাদের একটা উপায় কর । কাল তুমি, আমাদিগকে এখানে ফেলিয়া, যাইতে পারিবে না। যদি যাও, আসিয়া আর আমাদিগকে দেখিতে পাইবে না। সারসী, শুনিয়া, ঈষৎ হাস্ত করিয়া, কহিল, যদি এই কথা মাত্র শুনিয়া থাক, তাহ হইলে, ভয়ের বিষয় নাই । যদি ক্ষেত্রস্বামী, ভাই বন্ধু দিগের উপর ভার দিয়া, নিশ্চিন্ত থাকে, তাহ হইলে, শস্য কাটিতে আসিবার, এখনও, অনেক বিলম্ব আছে । তাহাদেরও শস্য পাকিয়া উঠিয়াছে। তাহার, অাগে আপনাদের শস্য না কাটিয়া, কখনও, ইহার শস্য কাটিতে আসিবেক না । কিন্তু, ক্ষেত্রস্বামী, কাল সকালে আসিয়া, যাহা কহিবেক, তাহা মন দিয়া শুনিও, এবং আমি আসিলে, বলিতে ভুলিও না । পর দিন, প্রত্যুষে, সারসী আহারের অন্বেষণে বহির্গত হইলে, ক্ষেত্রস্বামী তথায় উপস্থিত হইল ; দেখিল, কেহই শস্য কাটিতে আইসে নাই ; আর, শস্য সকল অধিক পাকিয়াছিল, এজন্য, ঝরিয়া ভূমিতে পড়িতেছে। তখন সে, বিরক্ত হইয়া, আপন পুত্রকে কহিল, দেখ, আর প্রতিবেশীর, অথবা ভাই বন্ধুর, মুখ চাহিয়া থাকা উচিত নহে। আজ রাত্রিতে তুমি, যত জন পাও, ঠিক লোক স্থির করিয়া রাখিবে। কাল সকালে, তাহাদিগকে লইয়া, আপনারাই কাটিতে আরম্ভ করিব ; নতুবা বিস্তর ক্ষতি হইবেক । সারসী, বাসায় আসিয়া, এই সমস্ত কথা শুনিয়া কহিল, অতঃপর, আর এখানে থাকা হয় না ; এখন অন্যত্র যাওয়া কৰ্ত্তব্য । যখন কেহ, অন্তের উপর ভার দিয়া, নিশ্চিন্ত না থাকিয়া, স্বয়ং আপন কৰ্ম্মে মন দেয়, তখন ইহা স্থির জানা উচিত যে, সে যথার্থ ই ঐ কৰ্ম্ম সম্পন্ন করা মনস্থ করিয়াছে । পথিক ও কুঠার হই পথিক এক পথ দিয়া চলিয়া যাইতেছিল। তাহাদের মধ্যে এক জন, সম্মুখে একখান কুঠার দেখিতে পাইয়া, তৎক্ষণাৎ, তাহা ভূমি হইতে উঠাইয়া লইল, এবং আপন সহচরকে কহিল, দেখ ভাই । আমি কেমন সুন্দর কুঠার পাইয়াছি। তখন সে কহিল, ও কি ভাই ! এ কেমন কথা ; আমি পাইলাম বলিতেছ কেন ; আমরা উভয়ে পাইলাম, বল । উভয়ে এক সঙ্গে যাইতেছি, যাহা পাওয়া গেল, উভয়েরই হওয়া উচিত। অপর ব্যক্তি কহিল, না ভাই । তাহ হইলে অন্যায় হয়। তুমি কি জান না, যে যা পায়, তারই 8있