পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালার ইতিহাস—দ্বিতীয় ভাগ Sgt মূল এই, ফরাসি গবর্ণর, ইঙ্গরেজদিগের জাহাজের গতির প্রতিরোধের নিমিত্ত, নৌকা ডুবাইয়া গঙ্গার প্রায় সমুদায় অংশ রুদ্ধ করিয়া, কেবল এক অল্পপরিসর পথ রাখিয়াছিলেন। এই বিষয় অতি অল্প লোকে জানিত। ফরাসিদিগের এক কৰ্ম্মচারী ছিল, তাহার নাম টেরেনো। টেরেনো, কোনও কারণ বশতঃ, ফরাসী গবর্ণর রেনড সাহেবের উপর বিরক্ত হইয়া, ইঙ্গরেজদিগের পক্ষে আইসে, এবং ক্লাইবকে ঐ পথ দেখাইয়া দেয়। উত্তর কালে, ঐ ব্যক্তি, ইঙ্গরেজদিগের নিকট কৰ্ম্ম করিয়া, কিছু উপার্জন করে, এবং ঐ উপার্জিত অর্থের কিয়ৎ অংশ ফ্রান্সে আপন বৃদ্ধ পিতার নিকট পাঠাইয়া দেয়। কিন্তু তাহার পিতা এই টাকা গ্রহণ করেন নাই, বিশ্বাসঘাতকের দত্ত বলিয়, ঘৃণা প্রদর্শন পূর্বক ফিরিয়া পাঠান। ইহাতে টেরেনোর অন্তঃকরণে এমন নিৰ্ব্বেদ উপস্থিত হয় যে, সে উদ্বন্ধন দ্বারা প্রাণত্যাগ করে । 尊 সিরাজ উদ্দৌলার সহিত যে সন্ধি হয়, তদ্বারা ইঙ্গরেজের টাকশাল ও দুর্গ নিৰ্ম্মাণ করিবার অনুমতি পান । ষাটি বৎসরের অধিক হইবেক, র্তাহারা, এই দুই বিষয়ের নিমিত্ত বারংবার প্রার্থনা করিয়াও, কৃতকাৰ্য্য হইতে পারেন নাই। কলিকাতার যে পুরাতন দুর্গ নবাব অনায়াসে অধিকার করেন, তাহা অতি গোপনে নিৰ্ম্মিত হইয়াছিল। এক্ষণে, ক্লাইব, এই সন্ধির পরেই, এতদেশীয় সৈন্তে পরাজয় করিতে না পারে, এরূপ এক দুর্গ নিৰ্ম্মাণ করিতে আরম্ভ করিলেন, এবং তাহার সমাধান বিষয়ে সবিশেষ সত্বর ও সযত্ব হইলেন । যখন নক্স প্রস্তুত করিয়া আনে, তখন তিনি, তাহাতে কত ব্যয় হইবেক, বুঝিতে পারেন নাই। কাৰ্য্য আরব্ধ হইলে, ক্রমে দৃষ্ট হইল, দুই কোটি টাকার নৃনে নিৰ্ব্বাহ হইবেক না । কিন্তু তখন আর তাহার কোনও পরিবর্ত করিবার উপায় ছিল না। কলিকাতার বর্তমান দুর্গ, এই রূপে, দুই কোটি টাকা ব্যয়ে নিৰ্ম্মিত হইয়াছিল। সেই বৎসরেই, এক টাকশাল নিৰ্ম্মিত, এবং আগষ্ট মাসের উনবিংশ দিবসে, ইঙ্গরেজদিগের টাকা প্রথম মুদ্রিত হয়। ক্লাইব, এই রূপে, পরাক্রম দ্বারা, ইঙ্গরেজদিগের অধিকার পুনঃস্থাপিত করিয়া, মনে মনে স্থির করিলেন, পরাক্রম ব্যতীত অন্ত কোনও উপায়ে এ অধিকারের রক্ষা হইবেক না । তিনি, প্রথম অবধিই, নিশ্চিত বুঝিয়াছিলেন, ইঙ্গরেজের নিশ্চিন্ত থাকিলে চলিবেক না, অবশ্য তাহাদিগকে অন্য অন্য উপায় দেখিতে হইবেক । আর ইহাও বুঝিতে পারিয়াছিলেন, ফরাসিদিগের সাহায্য পাইলে, নবাব দুর্জয় হইয়া উঠিবেন। অতএব, যাহাতে ফরাসিরা পুনরায় বাঙ্গালাতে প্রবেশ করিতে না পায়, এ বিষয়ে তিনি সবিশেষ সতর্ক ও সচেষ্ট ছিলেন।