পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৫২ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা নীড়ে থাকিয়া, আত্মরক্ষা করিত ; কদাচ নীড় হইতে বহির্গত হইত না ; সুতরাং চীল, কোনও ক্রমে, উহাদের কোনও অনিষ্ট করিতে পারিত না । এক দিন চীল, মনে মনে দুষ্ট অভিসন্ধি করিয়া, পায়রাদের নিকট গিয়া বলিল, দেখ, তোমরা বড় নিৰ্ব্বোধ ; নতুবা তোমাদিগকে সদা শঙ্কিত থাকিয়া, কালযাপন করিতে হইবে কেন ? যদি তোমরা আমার পরামর্শ শুন, তাহা হইলে তোমাদের আর কোনও ভয় ও ভাবনা থাকে না । তোমরা সকলে একমত হইয়া আমাকে তোমাদের রাজা কর ; তাহা হইলে তোমরা আমার প্রজা হইবে ; আমি যত্বপূর্বক তোমাদের রক্ষণাবেক্ষণ করিব ; কেহ আর তোমাদের উপর অত্যাচার করিতে পারিবে না। নিৰ্ব্বোধ পারাবতের ধূৰ্ত্ত চলের কপট বাক্য বিশ্বাস করিয়া, তাহাকে আপনাদের রাজা করিল। চীল, রাজা হইয়া, প্রত্যহ এক এক পারাবতের প্রাণসংহার করিয়া, ভক্ষণ করিতে লাগিল। তখন তাহারা আক্ষেপ করিয়া বলিতে লাগিল, আমাদের যেমন বুদ্ধি, তেমনি ঘটিয়াছে। যাহারা পূৰ্ব্বাপর বিবেচনা না করিয়া, বিপক্ষের হস্তে আত্মসমর্পণ করে, অবশেযে তাহাদের বিষম দুর্দশা ঘটে । শৃগাল ও ছাগল এক শৃগাল, হঠাৎ এক গভীর গর্তে পড়িয়া গিয়াছিল। সে, গর্ত হইতে উঠিবার নিমিত্ত, নানাবিধ চেষ্টা করিল ; কিন্তু কোনও মতে কৃতকাৰ্য্য হইতে পারিল না। সেই সময়ে, এক ছাগল ঐ স্থানে উপস্থিত হইল। সে পিপাসায় অতিশয় কাতর হইয়াছিল, জলপানের নিমিত্ত ব্যগ্র হইয়া, শৃগালকে জিজ্ঞাসিল, ভাই ! এই গৰ্ত্তের জল মুস্বাছ কি না, এবং ইহাতে অধিক জল আছে কি না ? ধূৰ্ত্ত শৃগাল, প্রকৃত অবস্থার গোপন করিয়া ছলপূর্বক বলিল, ভাই। ও কথা কেন জিজ্ঞাসিতেছ; জলের স্বাদের কথা কি বলিব, যত পান করিতেছি, আমার আকাজক্ষা নিবৃত্ত হইতেছে না ; আর এত অধিক জল আছে যে, সংবৎসর পান করিলেও ফুরাইবে না। অতএব, আর কেন বিলম্ব করিতেছ, সত্বর নামিয়া আসিয়া, পিপাসার শান্তি কর ।