পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কথামাল৷ ‘Lදළු এই কথা শুনিবামাত্র, ছাগল, আর কোনও বিবেচনা না করিয়া লম্ফ দিয়া গৰ্ত্তে পতিত হইল। শৃগাল, তৎক্ষণাৎ তাহার পৃষ্ঠে চড়িয়া, লম্ফ দিয়া অনায়াসে উপরে উঠিল, এবং হাসিতে হাসিতে ছাগলকে বলিল, অরে নিৰ্ব্বোধ ! তোর দাড়ির পড়িমাণ যেরূপ, যদি সেই পরিমাণে তোর বুদ্ধি থাকিত, তাহ হইলে তুই কখনই আমার কথায় বিশ্বাস করিয়া, গৰ্ত্তে পড়িতিস না । সিংহ ও শৃগাল সিংহ পশুরাজ ; বনের সকল পশুই সিংহকে ভয় করে । সিংহ যেমন বলবান, তেমনই উহার ভয়ঙ্কর গর্জন । সে গর্জন শুনিয়া অনেক পশু ভয়ে অজ্ঞান হইয় পড়ে । এক শুগাল এমন এক বনে বাস করিত, যে বনে সিংহ ছিল না । দৈবাৎ একদিন সে আহারের চেষ্টায় ঘুরিতে ঘুরিতে পার্শ্বস্থ এক বনে উপস্থিত হইল। ঐ বনে পশুরাজ সিংহ বাস করিত। শৃগাল বনে বিচরণ করিতে করিতে সিংহের গর্জন শুনিবামাত্র ভয়ে কঁাপিতে কঁাপিতে ভূমিতলে বসিয়া পড়িল, তাহার ক্ষুধাতৃষ্ণ দূরে পলাইল । তাহার পর যখন সে সিংহের সাক্ষাৎ পাইল, তখন তাহার প্রকাগু দেহ ও কেশরগুচ্ছ দেখিয়া ভয়ে অজ্ঞান হইয়া পড়িল । ইহার পর আর একদিন সেই বনে আহার অন্বেষণে আসিয়া শৃগাল আবার সিংহের দর্শন পাইল । তখনও যে তাহার ভয় হইল না এমন নহে, তবে এবার সে ভয়ে অজ্ঞান হইল না । সে ভয়ে ভয়ে চাহিয়া দেখিল, সিংহ দেখিতে প্রকাণ্ড দেহ হইলেও তাহারই মত পশু ব্যতীত অপর কিছুই নহে । তখন তাহার ভয় অনেকটা দূর হইল, সে সিংহকে দেখিয়া পলায়ন করিল না । তৃতীয়বার শৃগাল যখন সিংহ দেখিল, তখন সে সামান্ত পরিমাণে ভীত হইল বটে, কিন্তু সিংহকে ভয়ের ভাব দেখাইল না, সাহসে ভর করিয়৷ সিংহের সম্মুখ দিয়া চলিয়া গেল। শেষে এমন দিন আসিল, যখন শৃগাল সিংহের সাক্ষাৎ পাইয়। আদে ভীত হইল না, বরং সিংহের নিকটে গিয়া নিৰ্ভয়ে জিজ্ঞাসা করিল, কি হে বন্ধু। কেমন আছ ? দুর হইতে ভয়কে বড় দেখায়, নিকটে আসিলে পরিচয়ে অশ্রদ্ধা জন্মে। 8(?