পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কথামাল৷ Vó( (፫ তৎক্ষণাৎ শৃগালীর শাবকটি ফিরাইয়া দিয়া, বিনয়বাক্যে বারংবার এই বলিতে লাগিল, আমি না বুঝিয়া অসৎ কৰ্ম্ম করিয়াছি। তুমি ক্ষম ও দয়া করিয়া অগ্নি নিৰ্ব্বাণ করিয়া দাও । আমি শপথ করিয়া বলিতেছি, আর কখনও এরূপ অসৎ কৰ্ম্ম করিব না । ঈগলের বিনয়বাক্য ও প্রার্থনা শুনিয়া, শৃগালীর অন্তঃকরণে দয়ার উদয় হইল। তখন সে, অতিশয় যত্ন ও পরিশ্রম করিয়া, অবিলম্বে অগ্নি নিৰ্ব্বাণ করিয়া দিল । ) ‘বর্ণপরিচয়’ ‘উপক্রমণিকা’র মত বিদ্যাসাগর মহাশয়ের জীবিতকালের সংস্করণ ‘কথামালা’ও অতীব দুষ্প্রাপ্য হইয়া পড়িয়াছে । আমবা অতি কষ্টে চতুশ্চত্বারিংশ সংস্করণ ( ১৮৮৫ সালে মুদ্রিত ) এক খণ্ড সংগ্ৰহ করিতে পারিয়াছি । কিন্তু আধুনিক রিসিভার-সংস্করণে দেখিতেছি, ৪৪শ সংস্কবণের অতিরিক্ত অনেক “কথা” আছে এবং তাহার মধ্যে কয়েকটি বিদ্যাসাগর মহাশয়ের নামেই চলিত। সুতরাং মনে হইতেছে, পরবর্তী সংস্করণে তিনি এগুলি যোগ করিযাছিলেন । আমরা এই অতিরিক্ত অংশ গ্রন্থশেষে ( ) বন্ধনীর মধ্যে সন্নিবিষ্ট করিলাম। ৪৪শ সংস্করণের যে পুস্তকটি আমরা পাইয়াছি, তাহার শেষেব কয়েকটি পৃষ্ঠা খণ্ডিত ; ঐ অংশ রিসিভার-সংস্করণ হইতে [ ] বন্ধনী মধ্যে মুদ্রিত হইল ।