পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চরিতাবলী—উইলিয়ম রস্কো ৩৬৭ বয়সেই, নানা ভাষায় ও নানা বিদ্যায় নিপুণ হইয়াছিলেন। রস্কে ও হোল্ডন, উভয়ে প্রায় সমবয়স্ক ; উভয়েই, বিদ্যানুশীলন বিষয়ে, সাতিশয় অনুরক্ত ও সবিশেষ যত্নবান । অবসর কালে, উভয়ে, একত্র হইয়া, লেখা পড়ার চর্চা করিতে আরম্ভ করিলেন। এ পর্য্যন্ত, রস্কো, জাতিভাষা ইঙ্গরেজী ভিন্ন, আর কোনও ভাষা জানিতেন না। হোল্ডন, পরামর্শ দিয়া, অন্ত অন্য ভাষা শিখিতে আরম্ভ করাইয়া দিলেন, এবং আপনি শিক্ষা দিতে লাগিলেন । এই সুযোগ পাইয়া, রস্কে গ্ৰীক, লাটিন, ফরাসি, ইটালীয়, এই চারি ভাষায় জ্ঞানপন্ন হইলেন । এই রূপে, তিনি, ক্রমে ক্রমে, নানা ভাষায়, ও নানা বিদ্যায়, নিপুণ হইয়া উঠিলেন। একুশ বৎসর বয়সে, তিনি ওকালতি কৰ্ম্মে প্রবৃত্ত হইলেন, এবং, কিছু দিন কৰ্ম্ম করিয়া, কিঞ্চিৎ সংস্থান হইলে, বিবাহ করিলেন। রস্কো, ক্রমে ক্রমে, দুই উৎকৃষ্ট ইতিহাস গ্রন্থ লিখিলেন ; ইহাতে, তাহার নাম, এক কালে, দেশে বিদেশে, বিখ্যাত হইল। এই দুই গ্রন্থের রচনা বিষয়ে, তিনি বিস্তর পরিশ্রম করিয়াছিলেন । এই দুই গ্রন্থ এমন উৎকৃষ্ট হইয়াছে যে, তদ্বারা তাহার নাম চিরস্থায়ী হইতে পরিবেক । ইহ। ভিন্ন, তিনি আরও কতিপয় গ্রন্থ লিখিয়া গিয়াছেন । ক্রমে ক্রমে, রস্কো, দেশের মধ্যে, এক জন প্রধান লোক বলিয়। গণ্য হইলেন ; সৰ্ব্বত্র মান্ত হইলেন ; এবং, কি বিদ্বান, কি সন্ত্রান্ত লোক, সকলের নিকট, সমান আদরণীয় হইলেন। রস্কে অতিশয় ধৰ্ম্মশীল লোক ছিলেন, কখনও অধৰ্ম্ম পথে পদার্পণ করেন নাই । দেখ ! যিনি, পিতার অসঙ্গতি বশতঃ, বাল্যকালে, ভাল করিয়া লেখা পড়া শিখিতে পান নাই ; র্যাহাকে, বার বৎসর বয়সের সময়, পাঠশালা ছাড়িয়া, স্বহস্তে চাসের সমস্ত কৰ্ম্ম করিতে হইয়াছিল ; যিনি, বাজরা মাথায় করিয়া, বাজারে গিয়া, আলু বেচিয়া আসিতেন ; সেই ব্যক্তি, কেবল আন্তরিক যত্বের ও পরিশ্রমের গুণে, নানা ভাষায় ও নানা বিদ্যায় পণ্ডিত হইয়াছিলেন ; দেশের মধ্যে, এক জন প্রধান লোক বলিয়া গণ্য, ও সৰ্ব্বত্র সাতিশয় মান্ত হইয়াছিলেন ; এবং গ্রন্থরচনা করিয়া, সৰ্ব্বত্র বিখ্যাত ও চিরস্মরণীয় হইয়া গিয়াছেন ।