পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা ہ وهنا কাল, দুঃখ পাইব ; চির কাল, সকল লোকে, মূৰ্খ বলিয়া, অবজ্ঞা করিবেক ; অতএব, যত কষ্ট হউক না কেন, ভাল করিয়া লেখা পড়া শিখিব । তিনি যত কষ্ট পাইতেন, লেখা পড়ায় তত অধিক যত্ন করিতেন। ক্রমাগত ছয় মাস কাল, সপ্তাহে দুই রাত্রি মাত্র, নিদ্রা যাইতেন ; আর পাচ দিন, সমস্ত রাত্রি অধ্যয়ন করিতেন। ক্রমে ক্রমে, তাহার কষ্ট এত অধিক হইয়া উঠিল যে, আর সহ হয় না। এই সময়ে, কোনও সম্পন্ন ব্যক্তির বাটীতে, শিক্ষকের প্রয়োজন হইয়াছিল। বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক, হীনের দুঃখ দেখিয়া, দয়া করিয়া, তাহাকে ঐ কৰ্ম্ম দিতে চাহিলেন । ঐ কৰ্ম্ম স্বীকার করিলে, হীনের এক কালে সকল কষ্ট দূর হইত। কিন্তু, ঐ সম্পন্ন ব্যক্তির বাট, বিশ্ববিদ্যালয় হইতে, অনেক দূর । তাহার বাটতে কৰ্ম্ম করিতে গেলে, বিশ্ববিদ্যালয় ছাড়িয়া যাইতে হয় ; তাহা হইলে, তাহার পড়া শুনার সকল সুবিধা যায়। এজন্য, তিনি ঐ কৰ্ম্ম করিতে সম্মত হইলেন না। তিনি মনে মনে স্থির করিয়া রাখিয়াছিলেন, যত কষ্ট পাই না কেন, লিসিক ছাড়িয়া, স্থানান্তরে যাইব না । কিছু দিন পরে, ঐ অধ্যাপক, লিসিক নগরেই, ঐরূপ আর একটি কৰ্ম্মের যোগাড় করিলেন । বিশ্ববিদ্যালয়ে থাকিয়া পড়া শুনা চলিবেক, অথচ কষ্ট দূর হইবেক, এই বিবেচনায়, তিনি ঐ কৰ্ম্ম স্বীকার করিলেন। ঐ কৰ্ম্ম স্বীকার করাতে, আপাতত:, তাহার অনেক কষ্ট দূর হইল। কিন্তু, ছাত্রদিগকে শিক্ষা দেওয়াতে, এবং স্বয়ং অহোরাত্র অধ্যয়ন করাতে, তাহার অত্যন্ত পরিশ্রম হইতে লাগিল । এই কারণে, তাহার এমন উৎকট পীড় জন্মিল যে, ঐ কৰ্ম্ম ছাড়িয়া দিতে হইল। ঐ কৰ্ম্ম করিয়া, যৎকিঞ্চিৎ যাহা তাহার হস্তে হইয়াছিল, রোগের সময়, সমুদয় নিঃশেষ হইয়া গেল। যখন সুস্থ হইয়া উঠিলেন, তখন তাহার এক কপর্দকও সম্বল ছিল না। সুতরাং, তিনি, পুনৰ্ব্বার, পুর্বের্বর মত, কষ্টে পড়িলেন, এবং ঋণগ্রস্তও হইলেন । ইতঃপূৰ্ব্বে, তিনি, লাটিন ভাষায়, শ্লোকরচনা করিয়াছিলেন। তাহার রচিত শ্লোক দেখিয়া, ড্রেসডেনের রাজমন্ত্রীরা প্রশংসা করাতে, র্তাহার আত্মীয়ের এই বলিয়া তথায় যাইতে পরামর্শ দিলেন যে, সেখানে গেলে, রাজমন্ত্রীরা সহায়তা করিয়া, তোমার যথেষ্ট উপকার করিতে পারিবেন । তদনুসারে, তিনি, ঋণ করিয়া পথখরচ লইয়া ড্রেসডেনে গমন করিলেন । কিন্তু, যে আশায়, ঋণগ্রস্ত হইলেন, এবং, কষ্ট করিয়া, ড্রেসডেনে গেলেন, তাহা সফল হইল না। রাজমন্ত্রীরা, প্রথমতঃ, তাহাকে আশ্বাস দিয়াছিলেন ; কিন্তু, তদীয়, আশ্বাসবাক্য, পরিশেষে, কথামাত্রে পর্য্যবসিত হইল।