পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চরিতাবলী—হীন ৩৭১ অবশেষে, তিনি, নিতান্ত নিরুপায় হইয়া, তত্ৰত্য কোনও সন্ত্রান্ত ব্যক্তির পুস্তকালয়ে, লেখকের কৰ্ম্মে নিযুক্ত হইলেন। এই কৰ্ম্ম করিয়া, যাহা পাইতেন, তাহাতে তাহার আহারের ক্লেশও ঘুচিত না। কিন্তু, তিনি পরিশ্রমে কাতর ছিলেন না, পুস্তকের অনুবাদ প্রভৃতি অন্য অন্য কৰ্ম্ম করিতে আরম্ভ করিলেন । এই সকল কৰ্ম্ম করিয়া, তাহার কিছু কিছু লাভ হইতে লাগিল। ঐ লাভ দ্বার, তিনি পূৰ্ব্ব ঋণের পরিশোধ করিলেন। পুস্তকালয়ে দুই বৎসর কৰ্ম্ম করিলে পর তাহার বেতন দ্বিগুণ হইল। কিন্তু, ঐ প্রদেশে, রাজায় রাজায় যুদ্ধ ঘটাতে, নানা উপদ্রব উপস্থিত হইল। এজন্য, তাহাকে, কৰ্ম্ম পরিত্যাগ করিয়া, তথা হইতে পলায়ন করিতে হইল। যুদ্ধ উপস্থিত হওয়াতে ড্রেসডেনে যে সকল উপদ্রব ঘটিয়াছিল, যুদ্ধ শেষ হইলে ঐ সকল উপদ্রবের নিবারণ হইল। তখন তিনি ড্রেসডেনে প্রতিগমন করিলেন। র্তাহার পহুছিবার কিছু পূৰ্ব্বে, গটিপ্পনের বিশ্ববিদ্যালয়ে, এক অধ্যাপকের পদ শূন্ত হয়। ঐ সময়ে, রঙ্কিন নামে এক অতি প্রধান পণ্ডিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষীয়েরা, প্রথমতঃ, তাহাকে মনোনীত করেন। কিন্তু তিনি, অস্বীকার করিয়া, লিখিয়া পাঠান, হীন নামে এক ব্যক্তি আছেন, তিনি এই কৰ্ম্মের সম্পূর্ণ যোগ্য পাত্র ; আমার মতে, ঐ ব্যক্তি সৰ্ব্বাপেক্ষ অধিক উপযুক্ত। রঙ্কিনের সহিত হীনের আলাপ ছিল না। কিন্তু তিনি তাহার বিদ্যা বুদ্ধির বিষয় সবিশেষ অবগত ছিলেন ; এই নিমিত্ত, স্বতঃপ্রবৃত্ত হইয়া, ঐ কথা লিখিয়া পাঠান। রঙ্কিন এইরূপ লিখিয়া পাঠাইবা মাত্র, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষীয়ের হীনকে ঐ পদে নিযুক্ত করিলেন। তিনি, এত দিন, নানা কষ্টভোগ ও উৎকট পরিশ্রম করিয়া, যে বিদ্যোপার্জন করিয়াছিলেন, এক্ষণে, তাহ সার্থক হইল। তিনি যেমন পণ্ডিত, তেমনই সৎস্বভাব ছিলেন । তাহার ছাত্রেরা ও যাবতীয় নগরবাসী লোকেরা তাহাকে স্ব স্ব পিতার হ্যায় জ্ঞান করিয়া, যথেষ্ট স্নেহ ও ভক্তি করিতেন। তিনি, পঞ্চাশ বৎসর, সাতিশয় সম্মান পূর্বক, বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের কৰ্ম্ম করেন। তাহার মৃত্যু হইলে, সকল লোকেই যৎপরোনাস্তি দুঃখিত হইয়াছিলেন। দেখ ! হীন অতি দুঃখীর সন্তান । র্তাহার পিতা, তন্তুবায়ের ব্যবসায় করিয়া, কষ্টে জীবিকাসম্পাদন করিতেন । কিন্তু হীন, যত্ন ও পরিশ্রম করিয়া, লেখা পড়া শিখিয়াছিলেন বলিয়া, বিনা চেষ্টায়, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হইয়াছিলেন । যদি তিনি, যত্ন ও পরিশ্রম করিয়া, লেখা পড়া না শিখিতেন, তাহা হইলে, কেহ তাহার নামও