৩৭২ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা জানিত না । কিন্তু তিনি যে, যার পর নাই ক্লেশে থাকিয়াও, বিদ্যোপার্জন করিয়াছিলেন, কেবল সেই বিদ্যোপার্জনের বলে, চিরস্মরণীয় হইয়াছেন। যত দিন, পৃথিবীতে লেখা পড়ার চর্চা থাকিবেক, তত দিন, র্তাহার নাম দেদীপ্যমান থাকিবেক । জিরম ষ্টোন এই ব্যক্তি স্কটুলণ্ড দেশে জন্মগ্রহণ করেন। তিন বৎসর বয়সের সময়, ইহার পিতৃবিয়োগ হয়। ষ্টোনের পিতা কিছু মাত্র সংস্থান করিয়া যাইতে পারেন নাই । তাহার জননী, অতি কষ্টে, আপনার ও পুত্রের ভরণপোষণ সম্পন্ন করিতেন। তিনি পুত্রকে, গ্রামস্থ বিদ্যালয়ে, সামান্যরূপ কিছু লেখা পড়া শিখাইয়াছিলেন । যেরূপ অবস্থা, তাহাতে কিছু কিছু না আনিতে পারিলে, কোনও মতেই চলে না ; সুতরাং, ষ্টোনকে, উপার্জনের চেষ্টায় অল্প বয়সেই, বিদ্যালয় পরিত্যাগ করিতে হইল। তিনি, গ্রামে গ্রামে, নগরে নগরে, ভ্রমণ করিয়া, ছুরি, কাচি, ছুঁচ, স্থত, ফিতা প্রভৃতি বিক্রয় করিতে আরম্ভ করিলেন । এই সামান্ত ব্যবসায় দ্বারা, তিনি যৎকিঞ্চিৎ যাহ। পাইতে লাগিলেন, তাহ দ্বার, জননীর কিছু আনুকূল্য হইতে লাগিল । ভাল করিয়া লেখা পড়া শিখিতে, ষ্টোনের অতিশয় বাসনা ছিল। জননী, কোনও রূপেই, ভরণপোষণ সম্পন্ন করিতে পারেন না, কেবল এই কারণে, নিতান্ত অনিচ্ছা পূর্বক, তিনি বিদ্যালয় পরিত্যাগ করিয়াছিলেন। যে ব্যবসায় অবলম্বন করিলেন, তাহার সঙ্গে লেখা পড়ার কোনও সম্পর্ক নাই । এই নিমিত্তে, ঐ ব্যবসায়ের উপযোগী যে সকল জিনিস পত্র কিনিয়াছিলেন, সমুদয় বিক্রয় করিলেন, এবং বিক্রয় করিয়া যাহা পাইলেন, তাহাতে কতকগুলি ভাল ভাল পুস্তক কিনিলেন । পুস্তকবিক্রয়ের ব্যবসায় অবলম্বন করিবার তাৎপৰ্য্য এই যে, ব্যবসায় দ্বারা, যেমন কিছু কিছু লাভ হয়, তাহাও হইবেক, এবং, সৰ্ব্বদা নানাবিধ পুস্তক নিকটে থাকিলে, ইচ্ছামত পড়াও চলিবেক । তৎকালে, স্কটুলণ্ডের স্থানে স্থানে, যে মেলা হইত, তথায় জিনিস পত্র লইয়া গেলে, অনায়াসে বিক্রয় হইত। এই নিমিত্ত, ষ্টোন, দোকান না খুলিয়া, কিংবা গ্রামে গ্রামে ন৷ বেড়াইয়া, কেবল মেলার সময়, পুস্তকবিক্রয় করিতে যাইতেন, অবশিষ্ট সময়ে, ক্রমাগত, ইচ্ছামত পুস্তকপাঠ করিতেন।
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩৯৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।