পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চরিতাবলী—হণ্টর w®ፃ® এই সময়ের কিছু দিন পূর্বেই, তাহার এক অগ্রজ, লণ্ডন রাজধানীতে, চিকিৎসা ব্যবসায়ে প্রবৃত্ত হইয়াছিলেন । ইনি শারীরস্থানবিদ্যা বিষয়ে উপদেশ দিতেন। শরীরের কোন স্থানে কিরূপ আছে, শব কাটিয়া, ছাত্রদিগকে সে সমস্ত দেখাইয়া দিতে হইত। উপদেষ্ট স্বয়ং সে সমস্ত সম্পন্ন করিতে পারেন না ; এজন্য, তাহার সহকারী থাকিত । হণ্টর, অনেক ভাবিয়া চিন্তিয়, অবশেষে, আপন অগ্রজের নিকট, পত্র দ্বারা, এই প্রার্থন করিয়া পাঠাইলেন, আপনি আমাকে আপন সহকারী নিযুক্ত করুন ; যদি না করেন, আমি সৈনিক দলে প্রবিষ্ট হইব । র্তাহার ভ্রাতা সম্মত হইলেন, এবং তাহাকে লণ্ডনে যাইতে লিখিয়া পাঠাইলেন । হণ্টর, অগ্রজের পত্র পাইয়া, অতিশয় আহলাদিত হইলেন, এবং, অবিলম্বে লণ্ডনে গিয়া, কৰ্ম্মে নিযুক্ত হইলেন। প্রথম দিনেই, তিনি আপন কৰ্ম্মে এমন নৈপুণ্য দেখাইলেন যে, তাহার ভ্রাতা সাতিশয় সন্তুষ্ট হইয়া কহিলেন, কালক্রমে, তুমি, এ বিষয়ে, অদ্বিতীয় হইতে পরিবে ; তখন তোমার চাকরীর আর কোনও ভাবনা থাকিবেক না । হণ্টর, কিছু দিনের পরেই, শারীরস্থানবিদ্যার অনুশীলন করিতে আরম্ভ করিলেন ; এবং, অল্প দিনের মধ্যেই, ঐ বিদ্যায় এমন ব্যুৎপন্ন হইয়া উঠিলেন যে, লণ্ডনে উপস্থিত হইবার পর, এক বৎসর না যাইতেই, উক্ত বিদ্যায় শিক্ষা দিবার উপযুক্ত হইয়া উঠিলেন, এবং কতকগুলি ছাত্রকে শিক্ষা দিতে আরম্ভ করিলেন । অনন্তর তিনি, অল্প দিনের মধ্যেই, চিকিৎসা বিদ্যায় ব্যুৎপন্ন হইয়া, চিকিৎসা ব্যবসায়ে প্রবৃত্ত হইলেন। ইহা ভিন্ন, তাহাকে শিষ্যদিগকে শিক্ষাপ্রদান প্রভৃতি অনেক কৰ্ম্ম করিতে হইত। এই সমস্ত কৰ্ম্ম করিয়া, অবসর পাইলেই, তিনি বিদ্যার অনুশীলন করিতেন । তৎকালে, যে সকল ব্যক্তি শারীরস্থানবিদ্যায় বিশারদ ছিলেন, তিনি র্তাহাদের সকলের প্রধান বলিয়া গণ্য হইয়াছিলেন । র্তাহার দ্বারা, অস্ত্রচিকিৎসা ও শারীরস্থানবিদ্যার যেরূপ উন্নতি হইয়াছে, আর কাহারও দ্বারা, সেরূপ হয় নাই । বস্তুতঃ, এই সমস্ত বিদ্যার উন্নতিসাধনের নিমিত্ত, তিনি বিস্তর যত্ন, বিস্তর পরিশ্রম, বিস্তর অর্থব্যয় করিয়াছিলেন। তিনি নানা কৰ্ম্মে ব্যাপৃত ছিলেন ; সুতরাং, দিবাভাগে, অবসর পাওয়ার সম্ভাবনা ছিল না। অবসরলাভের নিমিত্ত, তিনি নিদ্রার সময়ের সঙ্কোচ করিয়াছিলেন। রাত্রিতে সমুদয়ে চারি ঘণ্টা, দিবসে, আহারের পর, এক ঘণ্টা, এই মাত্র নিদ্র। যাইতেন । দেখ হণ্টর কেমন আশ্চর্য্য লোক । বাল্যকালে, পিতা মাতার অাদরের ছেলে ছিলেন ; অত্যন্ত অাদর পাইয়া, এক বারে নষ্ট হইয়া গিয়াছিলেন, কিছুই লেখা পড়৷