পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষ। وان هنا শিখেন নাই। লেখা পড়া জানিতেন না, এজন্ত, উদরের অন্নের নিমিত্ত, অবশেষে, তিনি চুতরের কৰ্ম্ম করিয়াছিলেন। যদি তাহার ভগিনীপতির কৰ্ম্ম, রহিত না হইয়া গিয়া, উত্তরোত্তর উত্তম রূপ চলিত, তাহা হইলে, তিনি, ঐ ব্যবসায়ে পরিপক্ক হইয়াই, জন্ম কাটাইতেন । র্তাহার ভগিনীপতির কৰ্ম্ম রহিত হইয়া যাওয়াতে, তিনি, নিঃসন্দেহ, অনুপায় ভাবিয়া, আপনাকে হতভাগ্য স্থির করিয়াছিলেন। কিন্তু, তাহার ভগিনীপতির কৰ্ম্ম রহিত হওয়া তাহার ও জগতের সৌভাগ্যের হেতু হইয়াছিল। র্তাহার কৰ্ম্ম রহিত হইল, আর কোনও উপায় নাই ; এই ভাবিয়া, হন্টর আপন ভ্রাতার নিকট প্রার্থন। করেন। ঐ সময়ে, তাহার বয়স কুড়ি বৎসর। কুড়ি বৎসর বয়সে, লেখা পড়ার আরম্ভ করিয়া, তিনি বিশ্ববিখ্যাত ও চিরস্মরণীয় হইয়। গিয়াছেন । সিমসন ইংলণ্ড দেশে, লীষ্টরশায়র নামে এক প্রদেশ আছে। ঐ প্রদেশের অন্তঃপাতী মার্কেটবসওয়ার্থ নামক গ্রামে, সিমসনের জন্ম হয়। সিমসনের পিতা তন্তুবায়ব্যবসায়ী ছিলেন। তিনি, প্রথমতঃ, সিমসনকে এক বিদ্যালয়ে অধ্যয়ন করিতে পাঠাইয়া দেন । কিন্তু, তিনি বিদ্যার গৌরব করিতেন না, এবং বিদ্যোপার্জন, মনুষ্যের পক্ষে, আবশ্বক বলিয়া, র্তাহার বোধ ছিল না। এজন্য, পুত্রের যৎকিঞ্চিৎ শিক্ষা হইবা মাত্র, তিনি তাহাকে বিদ্যালয় হইতে ছাড়াইয়া লইলেন, এবং তন্তুবায়ের ব্যবসায়ে নিযুক্ত করিয়া দিলেন। অধিক লেখা পড়া শিখায়, কোনও লাভ নাই, এই বিবেচনা করিয়া, সিমসনের পিত। তাহার লেখা পড়া রহিত করিলেন । কিন্তু সিমসন, কিছু দিন বিদ্যালয়ে থাকিয়া, বিদ্যার আস্বাদ পাইয়াছিলেন ; সুতরাং, ভাল করিয়া লেখা পড়া শিখিতে, তাহার অনুরাগ জন্মিয়াছিল । তিনি, পিতার ইচ্ছা অনুসারে, বিদ্যালয় ছাড়িয়া, তন্তুবায়ের কৰ্ম্মে প্রবৃত্ত হইলেন বটে ; কিন্তু, মনে মনে প্রতিজ্ঞা করিলেন, আমার ভাগ্যে যাহা ঘটুক, ভাল করিয়া লেখা পড়া শিখিব। তিনি, কৰ্ম্ম করিয়া অবসর পাইলেই, পড়িতে বসিতেন ; কোনও নুতন পুস্তক, কোনও রূপে হস্তগত হইলে, ব্যগ্র চিত্তে তাহ পাঠ করিতেন। ফলত, তিনি লেখা পড়ায় এত অনুরক্ত হইয়াছিলেন যে, কেবল অবসরকালে পাঠ করিয়া, তাহার তৃপ্তি হইত না। কখনও কখনও, কৰ্ম্মের সময় কৰ্ম্ম না করিয়া, তিনি পুস্তকপাঠে প্রবৃত্ত হইতেন।