পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৩৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চরিতাবলী—সিমসন J)ፃፃ পুত্রের লেখা পড়ায় অনুরাগ দেখিলে, পিতা কত সন্তুষ্ট হন, কত ভাল বাসেন, কত উৎসাহ দেন। কিন্তু সিমসনের পিতা অতি আশ্চৰ্য্য লোক ছিলেন। তিনি, লেখা পড়ায় পুত্রের এইরূপ অনুরাগ দেখিয়া, অতিশয় বিরক্ত হইলেন। উৎসাহ দেওয়া দূরে থাকুক, যাহাতে সিমসন লেখা পড়া ছাড়েন, তাহার সম্পূর্ণ চেষ্টা দেখিতে লাগিলেন। তিনি লেখা পড়া শিখাকে অলসের কৰ্ম্ম বিবেচনা করিতেন ; সুতরাং, লেখা পড়ায় অধিক যত্ন করাতে, র্তাহার মতে, সিমসন অলস ও অকৰ্ম্মণ্য হইয়া যাইতেছিলেন ; এই নিমিত্ত, তিনি সৰ্ব্বদা ভৎসনা করিতেন । সিমসন, ভৎসনায় ক্ষান্ত না হওয়াতে, অবশেষে, তাহার পিতা, সাতিশয় কুপিত হইয়া, কহিলেন, যদি তুমি ভাল চাও, বই খুলিতে পাইবে না, সারা দিন তাতের কৰ্ম্ম করিতে হইবেক । যে উদেশে, সিমসনের পিত। এই অন্যায় আজ্ঞাপ্রদান করিয়াছিলেন, তাহ সফল হয় নাই। সিমসন লেখা পড়ায় যেরূপ অনুরক্ত হইয়াছিলেন, তাহাতে তিনি, এক বারে, লেখা পড়া ছাড়িয়া দিতে পরিবেন কেন । তিনি, কৰ্ম্ম করিয়া অবসর পাইলেই, পড়িতে বসিতেন ; তাহার পিতাও, পড়িতে দেখিলে, অতিশয় ক্রোধ করিতেন ও গলাগলি দিতেন । ফলতঃ, এই উপলক্ষে, পিতা পুত্রে বিলক্ষণ বিরোধ ঘটিয়া উঠিল। অবশেষে, র্তাহার পিতা, যৎপরোনাস্তি কুপিত হইয়া, কহিলেন, তুমি আমার কথা শুন না ; আমি যা বারণ করি, তাই কর ; তোমায় স্পষ্ট কথায় বলিতেছি, যদি তুমি পড়ায় ক্ষান্ত না হও, আমি তোমায় বাড়ীতে থাকিতে দিব না । সিমসন, বাট হইতে বহিস্কৃত হইবেন, তাহাও স্বীকার, তথাপি লেখা পড়া ছাড়িবেন না ; সুতরাং, পিতার আলয় হইতে বহিস্কৃত হইলেন, এবং, নিকটবৰ্ত্তী কোনও গ্রামে গিয়া, এক গৃহস্থের বাটীতে বাসা করিলেন । এই স্থানে তিনি, তাতের কৰ্ম্ম করিয়া, আপন অন্ন বস্ত্রের সংগ্ৰহ করিতেন, এবং কাহারও নিকট পুস্তক চাহিয়া পাইলে, তাহ পাঠ করিতেন। কিছু দিন এই রূপে গত হইল। এক দিন, সেই গৃহস্থের বাটীতে, এক গণক উপস্থিত হইল। এই ব্যক্তির সহিত আলাপ হওয়াতে, সিমসন তাহার নিকট অঙ্কবিদ্যা ও গণনা শিখিতে আরম্ভ করিলেন । অল্প দিনেই, তিনি গণনাতে এমন নিপুণ হইয়। উঠিলেন যে, সেই প্রদেশের সকল লোক, র্তাহার নিকট, ভাল মন্দ গণাইতে আরম্ভ করিল। এই নুতন ব্যবসায় দ্বারা, তাহার বিলক্ষণ লাভ হইতে লাগিল। তখন তিনি, তন্তুবায়ের ব্যবসায় ছাড়িয়া দিয়া, গণকের ব্যবসায় অবলম্বন করিলেন । এই সময়েই তিনি বিবাহ করিলেন । 8br