পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চরিতাবলী—সিমসন ৩৭৯ নগরে পরিবার রাখিয়া, ইংলণ্ডের রাজধানী লণ্ডন নগরে গমন করিলেন। এই সময়ে, র্তাহার বয়ঃক্রম পচিশ ছাব্বিশ বৎসর। সিমসন, লণ্ডনে উপস্থিত হইয়া, এক অতি সামান্ত বাসা ভাড়া করিলেন, এবং, দিননির্বাহের জন্য, দিনে তাতের কৰ্ম্ম করিতে ও রাত্রিতে বালকদিগকে অঙ্কবিদ্যা শিখাইতে লাগিলেন। অঙ্কবিদ্যা অতি দুরূহ বিদ্যা। কিন্তু, শিক্ষাদান বিষয়ে, সিমসনের এমন অসাধারণ ক্ষমতা ছিল যে, তিনি বালকদিগকে, অতি সহজে, ও সুন্দর রূপে, বুঝাইয়৷ দিতেন। এজন্য, অল্প দিনেই সকলে তাহাকে জানিতে পারিলেন, এবং অনেকে তাহার আত্মীয় হইলেন । ফলতঃ, অনধিক কালের মধ্যেই, শিক্ষকতাকৰ্ম্ম দ্বারা, তাহার এরূপ লাভ হইতে লাগিল যে, তথায় পরিবার পর্য্যন্ত আনিতে পারিলেন । এই সময়েই, তিনি স্বরচিত অঙ্কবিদ্যার গ্রন্থও মুদ্রিত ও প্রচারিত করিলেন। এই গ্রন্থের প্রচার অবধি, তাহার সৌভাগ্যের দশা উপস্থিত হইল। কিছু দিন পরে, তিনি উলউইচের বিদ্যালয়ে, গণিতবিদ্যার অধ্যাপক নিযুক্ত হইলেন। অতঃপর, উত্তরোত্তর, তাহার খ্যাতির ও সম্পত্তির বৃদ্ধি হইতে লাগিল। কিন্তু, খ্যাতিলাভ ও সম্পত্তিলাভ করিয়াও, তিনি পরিশ্রমে বিমুখ হয়েন নাই ; অহোরাত্র, অধ্যয়নে ও গ্রন্থরচনাতে নিবিষ্ট থাকিতেন। তিনি, অঙ্কবিদ্যা ও পদার্থবিদ্যা বিষয়ে, অনেক গ্রন্থ লিখিয়া গিয়াছেন। এই রূপে তিনি, খ্যাতি, সম্পত্তি, ও সম্মান প্রাপ্ত হইয়া, একান্ন বৎসর বয়সে, দেহত্যাগ করেন । আন্তরিক যত্ন থাকিলে, ও পরিশ্রম করিলে, অবশ্যই বিদ্যালাভ হয়। দেখ । সিমসনের পিতা তাহাকে, অল্প দিন মাত্র বিদ্যালয়ে রাখিয়া, ছাড়াইয়া লইলেন, কিন্তু তিনি লেখা পড়া ছাড়িলেন না ; তাহার পিতা সৰ্ব্বদা বারণ ও ভৎসনা করিতে লাগিলেন, তথাপি, তিনি লেখা পড়া ছাড়িলেন না ; অবশেষে, তাহার পিতা, কুপিত হইয়া, তাহাকে বাট হইতে বহিস্কৃত করিয়া দিলেন, তথাপি তিনি লেখা পড়া ছাড়িলেন না ; তৎপরে, কত স্থানে কত কষ্ট পাইলেন, তথাপি তিনি লেখা পড়া ছাড়িলেন না। ফলতঃ, লেখা পড়ায় আন্তরিক যত্ব ছিল, ও যথোচিত পরিশ্রম করিয়াছিলেন, বলিয়া, তিনি মনের মত বিদ্যালাভ করিতে পারিয়াছিলেন ; এবং, সেই বিদ্যার বলে, বিলক্ষণ খ্যাতিলাভ, সম্পত্তিলাভ, ও সম্মানলাভ করিয়া গিয়াছেন, এবং চিরস্মরণীয় হইয়াছেন।