পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ケ* বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা করিব । কিন্তু, এই ব্যবসায় দ্বারা যে লাভের সম্ভাবনা ছিল, তাহাতে চলা ভার। এজন্ত, তাহার আত্মীয়েরা তাহাকে কোনও লাভকর বিষয়কৰ্ম্মে নিযুক্ত করিবার চেষ্টা দেখিতে লাগিলেন। তাহারা, ভারতবর্ষীয় কাৰ্য্যপরিদর্শক সমাজের নিকট, লীডনের বিদ্যা, বুদ্ধি, ও স্বভাবের পরিচয় দিয়া, তাহাকে, কোনও কৰ্ম্মে নিযুক্ত করিয়া, ভারতবর্ষে পাঠাইবার নিমিত্ত, অনুরোধ করিলেন। এই সময়ে, ভারতবর্ষে, ডাক্তরি ভিন্ন অন্ত কৰ্ম্মের সুবিধা ছিল না। কিন্তু, চিকিৎসাবিদ্যায় পরীক্ষা দিয়া, উত্তীর্ণ হইয়া, প্রশংসাপত্র না পাইলে, কেহ ডাক্তরি কৰ্ম্ম পাইতে পারিত না । ইতঃপূৰ্ব্বে, লীডন চিকিৎসাবিদ্যারও কিছু কিছু অনুশীলন করিয়াছিলেন ; এক্ষণে তিনি, অনন্তমনা ও অনন্তকৰ্ম্ম হইয়া, রীতিমত, উক্ত বিদ্যা শিখিতে আরম্ভ করিলেন ; এবং, অবিশ্রামে পরিশ্রম করিয়া, অল্প দিনের মধ্যেই, ঐ বিষ্ঠায় সুশিক্ষিত ও পরীক্ষায় উত্তীর্ণ হইলেন। তিনি, পরীক্ষায় উত্তীর্ণ হইয়া, প্রশংসাপত্র পাইব৷ মাত্র, ডাক্তরি কৰ্ম্মে নিযুক্ত হইয়া, ভারতবর্ষে আসিলেন। লীডন, মান্দ্রাজে উপস্থিত হইয়া, কৰ্ম্ম করিতে আরম্ভ করিলেন। কিন্তু, সেখানকার জল বায়ু তাহার অসহ্য হইয়া উঠিল । তিনি, অবিলম্বে, নানা রোগে আক্রান্ত হইলেন ; এজন্য, মান্দ্রাজ পরিত্যাগ করিয়া, তাহাকে, কিছু দিন, মালাকা উপদ্বীপে থাকিতে হইল । এই স্থানে থাকিয়া, স্বাস্থ্যলাভ করিয়া, তিনি কলিকাতায় উপস্থিত হইলেন । তৎকালীন গবর্ণর জেনেরল, লার্ড মিণ্টো, তাহার গুণের পরিচয় পাইয়া, আহলাদিত চিত্তে, তাহাকে, ফোর্ট উইলিয়ম কলেজে, অধ্যাপক নিযুক্ত করিলেন । কিছু দিন পরেই, তিনি চব্বিশ পরগণার জজের পদে প্রতিষ্ঠিত হইলেন । এই পদে অধিক বেতন ছিল। অধিক টাকা পাইলে, অনেকে বাবুগিরি করিয়া থাকেন। কিন্তু লীডন সে প্রকৃতির লোক ছিলেন না। তিনি বাবুগিরিতে এক পয়সাও ব্যয় করিতেন না ; হায্য ব্যয় করিয়া, বেতনের যাহ অবশিষ্ট থাকিত, তাহার অধিকাংশই, এতদেশীয় ভাষার ও বিদ্যার অনুশীলনে, এবং এতদেশীয় পুস্তকের সংগ্রহ বিষয়ে, ব্যয় করিতেন । তিনি, এতদেশীয় ভাষার ও বিদ্যার অনুশীলনে, যৎপরোনাস্তি যত্নবান হইয়াছিলেন ; এক মুহূৰ্ত্তও বৃথা নষ্ট না করিয়া, ঐ বিষয়েই সতত নিবিষ্ট থাকিতেন। এই সময়ে, তিনি এক আত্মীয়কে এই মৰ্ম্মে পত্র লিখিয়াছিলেন, যদি আমি, সর উইলিয়ম জোন্স অপেক্ষা, শতগুণ অধিক না শিখিয়া মরি, তাহা হইলে, কেহ যেন, আমার জন্তে, অশ্রুপাত না করে ।