পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రీసెన বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা এ পর্য্যন্ত, জেস্কিন্স যাহা শিখিয়াছিলেন, তাহাতেই তাহাকে পণ্ডিত বলা যাইতে পারে। কিন্তু, তিনি তাহাতে সন্তুষ্ট হইলেন না । তাহার আরও অধিক শিক্ষার বাসন। হইল। তিনি মনে মনে স্থির করিলেন, কিছু দিনের জন্তে, প্রতিনিধি দিয়া, ছুটী লইব, এবং, কোনও প্রধান বিদ্যালয়ে থাকিয়া, ভাল করিয়া, লেখা পড়া শিখিব । অনন্তর তিনি, বিদ্যালয়ের অধ্যক্ষবর্গের নিকটে, আপন প্রার্থনা জানাইলেন । অধ্যক্ষের র্তাহার অতিশয় আদর ও সম্মান করিতেন । র্তাহারা, সন্তুষ্ট চিত্তে, তাহাকে বিদায় দিলেন। পরে, তাহার প্রধান সহায়, পরম দয়ালু, মনক্রিফ মহাশয়ের সহিত পরামর্শ করিয়া, তিনি, এডিনবরা নগরে গমন করিলেন, এবং, তথাকার বিশ্ববিদ্যালয়ে প্রবিষ্ট হইয়া, শীত কয় মাস তথায় অবস্থিতি পুৰ্ব্বক, নানা বিদ্যায় সুশিক্ষিত হইলেন। বসন্তকাল উপস্থিত হইলে, তিনি তথা হইতে প্রত্যাগমন করিলেন, এবং, পুনৰ্ব্বার, পূৰ্ব্ববৎ যথানিয়মে, যথোপযুক্ত মনোযোগ সহকারে, বিদ্যালয়ের কার্য্য করিতে লাগিলেন । জেঙ্কিন্স, স্বভাবতঃ, অতি সুশীল ও সচ্চরিত্র, অতি নম্র ও নিরহঙ্কার, এবং ধৰ্ম্মপরায়ণ ছিলেন। আপন কৰ্ত্তব্য কৰ্ম্মে তাহার সম্পূর্ণ মনোযোগ ছিল। কি রাখাল, কি কৃষক, কি শিক্ষক, যখন যে কৰ্ম্মে নিযুক্ত হইয়াছেন, তিনি সেই কৰ্ম্মই, যথোচিত যত্ন ও মনোযোগ পূর্বক, সম্পন্ন করিয়াছেন, কখনও, কিঞ্চিম্মাত্র আলস্য বা ঔদাস্ত করেন নাই । এজন্ত, তিনি সকল লোকেরই বিলক্ষণ আদরণীয় ও স্নেহভাজন হইয়াছিলেন । সমুদয় বিবেচনা করিয়া দেখিলে, জেঙ্কিন্স অতি আশ্চৰ্য্য লোক। দেখ ! লেখা পড়া শিখিবার নিমিত্ত, পিতা তাহাকে বিদেশে পাঠাইয়া দেন । যে ব্যক্তি র্তাহার ভার লইয়াছিলেন, সহসা সেই ব্যক্তির মৃত্যু হওয়াতে, তিনি, এক বারে, নিতান্ত নিরাশ্রয় হইয়৷ পড়েন ; কাহারও সহিত পরিচয় ছিল না ; কাহারও কথা বুঝিতে পারিতেন না ; অন্ন বস্ত্র দেয়, এমন কেহ ছিল না ; কোথায় যাইবেন, কি করিবেন, তাহার কিছুই ঠিকানা ছিল না। যাহার, দয়া করিয়া, অন্ন বস্ত্ৰ দিয়াছিলেন, তাহদের বাটীতে রাখালের কৰ্ম্ম, কৃষকের কৰ্ম্ম, সইসের কৰ্ম্ম করিতে হইয়াছিল। ফলতঃ, রাজপুত্র হইয়া, কেহ কখনও এমন দুরবস্থায় পড়ে না। কিন্তু, ইচ্ছা ও যত্ব ছিল বলিয়া, তিনি কেমন লেখা পড়া শিখিয়াছিলেন । যাহারা মনে করে, দুঃখে পড়িলে লেখা পড়া হয় না ; অথবা, যাহারা, দুঃখে পড়িয়া, লেখা পড়া ছাড়িয়া দেয় ; তাহাদের পক্ষে, মন দিয়া, জেঙ্কিন্সের বৃত্তান্ত পাঠ করা আবশুক ।