পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S)。Wり বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা তাহ দেখিয় তাহারও শ্লোকরচনা করিতে ইচ্ছা হয়, এবং, অবিলম্বে, কতকগুলি শ্লোকের রচনা করেন। তিনি আপন সহচরদিগকে স্বরচিত শ্লোকগুলি শুনাইতেন । শুনিয়া, সকলে প্রশংসা করিতেন। কেহ কেহ কিছু পুরস্কার দিতেন। এক দিন, বিকাল বেলায়, তিনি চারি আন পান। মধ্যে মধ্যে, তিনি, এই রূপে, কিছু কিছু পাইতে লাগিলেন । র্যাহার এক পয়সা পাইবারও উপায় ছিল না ; মধ্যে মধ্যে এরূপ প্রাপ্তি, তাহার পক্ষে, ঐশ্বৰ্য্যলাভ বলিয়া জ্ঞান হইত। এ পর্য্যন্ত, কালি, কলম, কাগজ, ও পুস্তকের অভাবে, র্তাহার লেখা পড়ার অতিশয় ব্যাঘাত হইত ; এক্ষণে, আবশ্যক মত, কিছু কিছু কিনিতে আরম্ভ করিলেন । এই রূপে, শ্লোকরচনা ও শ্লোকপাঠ করিয়া, কিঞ্চিৎ কিঞ্চিৎ লাভ, প্রভুর ভয়ে অতি গোপনে, সম্পন্ন করিতে হইত। দুর্ভাগ্য ক্রমে, এই বিষয়, অধিক দিন, গোপনে রহিল না ; ক্রমে তাহার প্রভুর কর্ণগোচর হইল। আমার কাজের ক্ষতি করিয়া, এই সকল করিয়া বেড়ায়, এই মনে করিয়া, তিনি তাহার রচিত শ্লোক সকল, এবং কাগজ, কলম, কালি, পুস্তক, সমস্ত কাড়িয়া লইলেন, এবং, যথোচিত তিরস্কার করিয়া, এক বারে তাহার লেখা পড়া রহিত করিয়া দিলেন । এই সময়েই, তাহার প্রথম শিক্ষকের মৃত্যু হইল। র্তাহার স্থলে অন্য এক ব্যক্তি নিযুক্ত হইলেন । এ পর্য্যন্ত, তিনি ঐ পদে নিযুক্ত হইবার যে আশা করিয়াছিলেন, সে আশা এক বারে উচ্ছিন্ন হইয়া গেল। এই দুই ঘটনা দ্বারা, তিনি যৎপরোনাস্তি দুঃখিত ও সৰ্ব্ব বিষয়ে নিতান্ত নিরুৎসাহ হইলেন । তিনি, মনের দুঃখে, কাহারও নিকটে যাইতেন না, কৰ্ম্মের সময় কৰ্ম্ম মাত্র করিতেন, আবশিষ্ট সময়ে, একাকী বিরস বদনে বসিয়া থাকিতেন । ফলতঃ, এই সময়ে, তাহার মনোদুঃখের আর সীমা ছিল না । গিফোর্ডের মনোদুঃখের বিষয়, কর্ণপরম্পরায়, কুকসি নামক এক ব্যক্তির কর্ণগোচর হইল। তিনি, গিফোর্ডের মনোদুঃখের কথা শুনিয়া, অতিশয় দুঃখিত হইলেন। গিফোর্ডের মুখে, তদীয় অবস্থাসংক্রান্ত আদ্যোপান্ত সমস্ত বৃত্তান্ত অবগত হইয়া, তাহার অন্তঃকরণে অতিশয় দয়া উপস্থিত হইল। তিনি মনে মনে প্রতিজ্ঞা করিলেন, গিফোর্ডের দুঃখ দূর করিব, এবং উহাকে ভাল করিয়া লেখা পড়া শিখাইব । তদনুসারে তিনি, স্বীয় আত্মীয়বর্গের মধ্যে চাদা করিয়া, কিছু টাকার সংগ্ৰহ করিলেন। যে নিয়মে গিফোর্ড পূর্বোক্ত পাছকাকারের বিপণিতে নিযুক্ত হন, তদনুসারে তাহাকে, আরও কিছু দিন, তথায় থাকিতে হইত। কুকুস্ত্রি, তাহাকে যাটি টাকা দিয়া,