পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

">br বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা এই রূপে, বিদ্যা, খ্যাতি, সুখ, সম্পত্তি প্রাপ্ত হইয়া, গিফোর্ড, একাত্তর বৎসর বয়সে, তনুত্যাগ করেন। তিনি, এক মুহূর্তের নিমিত্তেও, বিস্মৃত হন নাই যে, কেবল কুকুসুির দয়া ও স্নেহই তাহার বিদ্যা, মুখ, সম্পত্তি, সমুদয়ের মূল। এই নিমিত্ত, মৃত্যুকালে, তিনি আপন সমস্ত সম্পত্তি সেই পরম দয়ালু মহাত্মার পুত্রকে দান করিয়া যান। কৃতজ্ঞতার ঈদৃশ দৃষ্টান্ত নিতান্ত বিরল। অতি অল্প বয়সে, গিফোর্ডের পিতৃবিয়োগ হয়। সহায়, সম্পত্তি, কিছুই ছিল না। তিনি বিংশতি বৎসর বয়স পর্য্যন্ত, কত কষ্ট পাইয়াছিলেন। বাল্যকাল অবধি, ভাল করিয়া লেখা পড়া শিখিবার নিমিত্ত, তাহার অতিশয় ইচ্ছা ছিল। কিন্তু করলাইল, সে বিষয়ে অনুকূল না হইয়া, বরং পুৰ্ব্বাপর প্রতিকূলতাচরণ করিয়াছিলেন। পরিশেষে, তিনি তাহাকে পাছকাকারের বিপণিতে নিযুক্ত করিয়া দেন। তথায় তাহার দুরবস্থার সীমা ছিল না । বাস্তবিক, তিনি, কুড়ি বৎসর বয়স পৰ্য্যন্ত, যৎপরোনাস্তি ক্লেশে কালযাপন করিয়াছিলেন । কিন্তু, বিদ্যাশিক্ষা বিষয়ে, তাহার পূর্বাপর সমান অনুরাগ ছিল। ভাল করিয়া লেখা পড়া শিখিবার নিমিত্ত, র্তাহার যে আন্তরিক যত্ন ছিল, এক মুহূর্তের নিমিত্তে, তাহার সে যত্নের অণুমাত্র নূ্যনত হয় না। এই আন্তরিক যত্বের গুণেই, তিনি বিদ্যালাভ, খ্যাতিলাভ, ও সম্পত্তিলাভ করিতে পারিয়াছিলেন । ইহা যথার্থ বটে, কুকসি তাহার যথেষ্ট আনুকূল্য করিয়াছিলেন, এবং, সেই আনুকূল্য না পাইলে, তিনি কখনও এরূপ কুতকার্য্য হইতে পারিতেন না ; কিন্তু, তাহার আন্তরিক যত্নই কুক্‌সুির আনুকূল্যের মূল । লেখা পড়া বিষয়ে তাদৃশ আন্তরিক যত্ন না দেখিলে, কুকসি কখনই তাহার প্রতি সেরূপ দয়াপ্রকাশ ও স্নেহপ্রদর্শন করিতেন না। অতএব, দেখ, আন্তরিক যত্ন থাকিলে, বিদ্যা, খ্যাতি, সম্পত্তি, সকলই লব্ধ হইতে পারে ; অবস্থার বৈগুণ্য কদাচ প্রতিবন্ধক হইতে পারে না । উইঙ্কিলমন প্রশিয়ার অন্তঃপাতী ষ্টেণ্ডল নগরে, উইঙ্কিলমনের জন্ম হয়। ইনি অতি দুঃখীর সন্তান । ইহার পিতা, চৰ্ম্মপান্থকার গঠন ও বিক্রয় দ্বারা, সংসারযাত্রানির্বাহ করিতেন । উইঙ্কিলমনকে ভাল করিয়া লেখা পড়া শিখাইবার নিমিত্ত, র্তাহার অতিশয় অভিলাষ ও