পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8X8 বিদ্যাসাগর-গ্ৰস্থাবলী—শিক্ষা নিকটেও থাকে না । যদি পড়িতে শিখেন, তাহ হইলে অনায়াসে সময় কাটাইতে পারেন। এই বিবেচনা করিয়া, সেই বালক, অনেক যত্নে, অনেক পরিশ্রমে, অল্প দিনের মধ্যে, তাহাকে এত শিখাইল যে, তিনি তাহার অনুপস্থিতিকালে, সহজ সহজ পুস্তক পড়িয়া, স্বচ্ছন্দে কালক্ষেপ করিতে লাগিলেন। এই বালক এরূপ সুবোধ ও এরূপ মাতৃভক্ত না হইলে, বৃদ্ধার দুঃখের অবধি থাকিত না । ফলত, অল্পবয়স্ক বালকের এরূপ বুদ্ধি, এরূপ বিবেচন, এরূপ আচরণ, সচরাচর নয়নগোচর হয় না। প্রতিবেশীর, তদীয় আচরণ দর্শনে প্রত ও চমৎকৃত হইয়া, মুক্তকণ্ঠে সাধুবাদ প্রদান করিতে লাগিল । পিতৃভক্তি অয়লণ্ডের অন্তঃপাতী লগুন্ডরি নগরে, বেকনর নামে এক ব্যক্তি ছিল । সে জাহাজে নাবিকের কৰ্ম্ম করিত। তাহার পুত্রও, দ্বাদশ বৎসর বয়সে, ঐ ব্যবসায় অবলম্বন করিয়াছিল। পিতাপুত্রে এক জাহাজেই কৰ্ম্ম করিত। বেকনর, আপন পুত্রকে বিলক্ষণ সস্তরণ শিখাইয়াছিল । মৎস্য যেমন অবলীলাক্রমে জলে সন্তরণ করিয়া বেড়ায়, বেকনরের পুত্ৰও সস্তরণ বিষয়ে সেইরূপ দক্ষ হইয়াছিল। সে প্রতিদিন কৰ্ম্মে অবসর পাইলেই, জাহাজ হইতে ঝম্প প্রদান করিয়া সমুদ্রে পড়িত ; এবং জাহাজের চতুদিকে সস্তরণ করিয়া বেড়াইত ; ক্লান্তিবোধ হইলে, লম্বমান রজ্জ্ব অবলম্বন করিয়া জাহাজে উঠিত। এক দিবস, বায়ুবেগ বশতঃ, সহসা জাহাজ আন্দোলিত হইলে, কোনও আরোহীর একটি অতি অল্পবয়স্ক কন্যা সমুদ্রে পতিত হইল। বেকনর দেখিবামাত্র, লম্ফ দিয়া সমুদ্রে পতিত হইল, এবং তৎক্ষণাৎ সেই কন্যার বস্ত্রে ধরিয়া, তাহাকে জল হইতে উদ্ধে তুলিল । অনস্তর সে কন্যাকে বক্ষঃস্থলে লইয়া সন্তরণ করিয়া, জাহাজের প্রায় নিকটে আসিয়াছে, এমন সময় দেখিতে পাইল, একটা ভয়ানক হাঙ্গর তাহাকে আক্রমণ করিতে আসিতেছে। দেখিবামাত্র, বেকনর ভয়ে কঁাপিতে লাগিল। জাহাজের উপরিস্থ সমস্ত লোক অতিশয় ব্যাকুল হইল ; এবং বন্দুক লইয়া, হাঙ্গরকে লক্ষ্য করিয়া গুলি করিতে লাগিল ; কিন্তু কেহই সাহস করিয়া, তাহার সাহায্যের নিমিত্ত, জলে অবতীর্ণ হইতে পারিল না ; সকলেই, হায় ! কি হইল বলিয়া, কোলাহল করিতে লাগিল ।