পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Տե- বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা করিয়া, রুটি ও জল খাইয়া উদরপূৰ্ত্তি করিত ; মাংস প্রভৃতি যে সমস্ত উপাদেয় বস্তু প্রস্তুত হইত, তাহ সে স্পর্শও করিত না । ইহা দেখিয় তাহার সহচরের কারণ জিজ্ঞাসা করিলে, সে কোনও উত্তর দিত না, বিষণ্ণবদনে মৌনাবলম্বন করিয়া থাকিত । এই বিষয় অধ্যক্ষের কর্ণগোচর হইলে, তিনি তাহাকে বলিলেন, আহে যুবক, এরূপ আচরণ করিতেছ কেন ? তোমায়, আহারবিষয়ে এখানকার নিয়ম অনুসারে চলিতে হইবে ; সকলে যেরূপ আহার করে, তোমারও সেইরূপ আহার করা আবশ্যক। এ সাংগ্রামিক বিদ্যালয়। যে বিষয়ে যে নিয়ম নিবদ্ধ আছে, কোনও অংশে, তাহার কিছুমাত্র ব্যতিক্রম হইতে পরিবে না। অতএব সাবধান করিয়া দিতেছি, অতঃপর তুমি রীতিমত আহার করিবে, কদাচ অন্যথাচরণ করিবে না । অধ্যক্ষ এইরূপে সাবধান করিয়া দিলেও, সেই যুবক পুৰ্ব্ববৎ, সুপ, রুটি, জল, এইমাত্র আহার করিতে লাগিল । অধ্যক্ষ শুনিয়া অতিশয় অসন্তুষ্ট হইলেন ; এবং তৎক্ষণাৎ তাহাকে নিকটে আনাইয়া ভৎসনা করিয়া বলিলেন, তুমি অন্যান্য সকল বিষয়ে সুবোধ বটে ; কিন্তু এ বিষয়ে তোমায় অতিশয় অবাধ্য দেখিতেছি । সেদিন সাবধান করিয়া দিয়াছি, তথাপি তুমি বিদ্যালয়ের নিয়ম লঙ্ঘন করিতেছ। যদি স্বেচ্ছানুসারে চল তোমার অভিপ্রেত হয়, তাহা হইলে, তোমায় বিদ্যালয় হইতে বহিস্কৃত হইতে হইবে । এবম্প্রকার ভয় প্রদর্শন করায়, বালক অতিশয় ব্যাকুল ও বিষঃ হইল ; এবং কৃতাঞ্জলি হইয়া, অশ্রুপূর্ণ লোচনে, কাতর বচনে বলিল, মহাশয়, আমায় ক্ষমা করুন ; আমি ইচ্ছাপূর্বক বিদ্যালয়ের নিয়ম লঙ্ঘন বা আপনার উপদেশ অবহেলা করি নাই। যে কারণে উপদেষু বস্তু ভক্ষণে বিরত থাকি, তাহ। আপনার গোচর করিতেছি। অামার পিত। যারপরনাই নিঃস্ব ; অতিকষ্টে আমাদের দিনপাত হয়। যখন বাটতে ছিলাম, জঘন্ত পোড়া রুটি মাত্র খাইতে পাইতাম, তাহাও পৰ্য্যাপ্ত পরিমাণে নহে ; এক দিনও আহার করিয়৷ পেট ভরিত না । এখানে আমি প্রতিদিন, উত্তম সৃপ ও উত্তম রুটি পেট ভরিয়া গাইতেছি। এখানে আসিবার পূর্বে, আমি কখনও এরূপ উত্তম ও প্রচুর আহার পাই নাই । আমার পিতা মাত প্রায় প্রতিদিন, একপ্রকার উপবাসী থাকেন। তাহার করিতে বসিলেই তাহাদিগকে মনে পড়ে ; র্তাহ দেব আহারের কষ্ট মনে করিয়া, উপাদেয় বস্তুর ভক্ষণে আমার প্রবৃত্তি হয় না। সেই মুবোধ বালকের এই সকল কথা শুনিয়া অধ্যক্ষ সাতিশয় চমৎকৃত হইলেন এবং মনে মনে যথেষ্ট প্রশংসা করিতে লাগিলেন । কিয়ৎক্ষণ পরে তিনি বলিলেন, কেন 3. y