পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অাখ্যানমঞ্জরী—প্রথম ভাগ 886. আমি আপনাকে লোকালয়ে পহুছাইয়া দিব ; আজ আমার কুটীরে অবস্থিতি করুন ; আমার যা কিছু সংস্থান আছে, আপনার পরিচর্য্যায় নিয়োজিত হইবে। য়ুরোপীয়, নিতান্ত নিরুপায় ভাবিয়া, সে রাত্রি তদীয় কুটীরে অবস্থিতি করিলেন। কুটারস্বামী, র্তাহার আহারের ও শয়নের যথাসম্ভব ব্যবস্থা করিয়া দিল। রজনী প্রভাত হইলে, সে ব্যক্তি, ঐ যুরোপীয়ের সঙ্গে কিয়ৎ দূর গমন করিল ; এবং যে পথে গেলে তিনি অক্লেশে ও নিরাপদে আপন আলয়ে পহুছিতে পরিবেন, তাহ দেখাইয়৷ দিল । পরস্পর বিদায় লইবার সময় উপস্থিত হইলে আমেরিকার অসভ্য, যুরোপীয় সভ্যের সম্মুখবর্তী হইয়া, অবিচলিত নয়নে কিয়ৎক্ষণ র্তাহার মুখনিরীক্ষণ করিল ; অনন্তর ঈষৎ হাস্য সহকারে য়ুরোপীয়কে জিজ্ঞাসা করিল, আপনি ইতঃপূৰ্ব্বে আর কখনও আমায় দেখিয়াছেন কি না ? তিনি তাহার দিকে সাভিনিবেশ দৃষ্টি নিক্ষেপ করিয়া, তৎক্ষণাৎ চিনিতে পারিলেন ; দেখিলেন, কিছু দিন পূর্বে যে ব্যক্তি, ক্ষুধাৰ্ত্ত ও তৃষ্ণাৰ্ত্ত হইয়া, তাহার অালয়ে গিয়া জলদান দ্বারা প্রাণদান প্রার্থনা করিয়াছিল ; কিন্তু, তিনি সে প্রার্থনার পরিপূরণ না করিয়া, যৎপরোনাস্তি অবমাননা পূৰ্ব্বক, তাড়াইয়া দিয়াছিলেন, সেই, অসময়ে আশ্রয় দিয়া তাহার প্রাণরক্ষা করিয়াছে। তখন তিনি হতবুদ্ধি হইয়া, অধোবদনে দণ্ডায়মান রহিলেন ; এবং কি বলিয়া পুৰ্ব্বকৃত নৃশংস আচরণের নিমিত্ত ক্ষমাপ্রার্থন করিবেন, তাহ স্থির করিতে পারিলেন না । তখন সেই অসভ্যজাতীয় ব্যক্তি গৰ্বিবত বাক্যে বলিল, মহাশয়, আমরা বহুকালের অসভ্য জাতি ; আপনারা সভ্য জাতি বলিয়া অভিমান করিয়া থাকেন। কিন্তু দেখুন, সৌজন্য ও সদ্ব্যবহার বিষয়ে অসভ্য জাতি, সভ্য জাতি অপেক্ষ কত অংশে উৎকৃষ্ট । সে যাহা হউক, অবশেষে আপনকার প্রতি আমার বক্তব্য এই, যে অবস্থার লোক হউক না কেন, যখন ক্ষুধাৰ্ত্ত ও তৃষ্ণাৰ্ত্ত হইয়া, আপনকার আলয়ে উপস্থিত হইবে, তাহার যথোপযুক্ত আহারাদির ব্যবস্থা করিয়া দিবেন ; তাহ না করিয়া তেমন অবস্থায়, অবমাননা পূৰ্ব্বক তাড়াইয়া দিবেন না। এই বলিয়া, নমস্কার করিয়া সে প্রস্থান করিল। ভ্ৰাতৃবিরোধ এক গৃহস্থ ব্যক্তির কিছু ভূমিসম্পত্তি ছিল। তিনি সাতিশয় যত্ন ও সবিশেষ পরিশ্রম সহকারে কৃষিকৰ্ম্ম করিয়া, স্বচ্ছন্দে সংসারযাত্রানির্বাহ পূর্বক বিলক্ষণ সঙ্গতিপন্ন হয়েন।