88W* বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা আপনার ও পুত্রের ভরণপোষণের উপযুক্ত অর্থের উপার্জন করেন। লেনার্ড প্রতিজ্ঞ করিল, অন্ত কাহারও গলগ্ৰহ হইব না ; এবং ভিক্ষা প্রভৃতি নীচ বৃত্তি দ্বারাও জীবিকানিৰ্ব্বাহের চেষ্টা করিব না ; যেরূপে পারি, পরিশ্রম দ্বারা আপনার ও জননীর ভরণপোষণ সম্পন্ন করিব । এইরূপ সঙ্কল্প করিয়া, লেনার্ড মনে মনে এই বিবেচনা করিতে লাগিল, আমি একপ্রকার লিখিতে ও পড়িতে শিখিয়াছি ; যদি আমি সচ্চরিত্র ও পরিশ্রমী হই, কেনই ব। আমি জীবিকানিৰ্ব্বাহের উপযুক্ত অর্থোপার্জনে সমর্থ হইব না ? এই স্থির করিয়া, জননীর অনুমতি গ্রহণ পূর্বক সে এক সন্নিহিত নগরে উপস্থিত হইল। ঐ নগরে তাহার পিতার এক বন্ধু ছিলেন, তাহার নাম বেনসন। তিনি বিলক্ষণ সঙ্গতিপন্ন ছিলেন, এবং বাণিজ্য করিতেন ; লেনার্ড র্তাহার নিকটে উপস্থিত হইয়া আপন অবস্থা জানাইল ; এবং নিতান্ত কাতর ও বিনীত ভাবে প্রার্থনা করিল, আপনি কৃপা করিয়া আমায় আপনার আশ্রয়ে রাখুন ; এবং আমাদ্বারা সম্পন্ন হইতে পারে, এরূপ কোনও কৰ্ম্মের ভার দিউন । আমি অঙ্গীকার করিতেছি, প্রাণপণে পরিশ্রম করিয়া কাৰ্য্য সম্পাদন করিব ; প্রাণান্তেও অধৰ্ম্মাচরণে প্রবৃত্ত হইব না। দৈবযোগে ঐ সময়ে বেনসনের একটা সহকারী নিযুক্ত করিবার প্রয়োজন ছিল। এক অপরিচিত ব্যক্তিকে নিযুক্ত করা অপেক্ষা, বন্ধুপুত্র লেনার্ডকে নিযুক্ত করা পরামর্শসিদ্ধ বিবেচনা করিয়া, তিনি আহলাদ পূর্বক তাহাকে নিযুক্ত করিলেন । লেনার্ড, স্বভাবতঃ সুশীল, সচ্চরিত্র, পরিশ্রমী ও ন্যায়পরায়ণ ; কৰ্ম্মে নিযুক্ত হইয়া যৎপরোনাস্তি আহলাদিত হইল, এবং সৎপথে থাকিয়া যথোচিত যত্ন ও পরিশ্রম সহকারে, সুন্দররাপে কাৰ্য্য নির্বাহ করিতে লাগিল। যদি দৈবাৎ কখনও আবশ্যক কৰ্ম্ম করিতে বিস্মৃত হইত, অথবা ভ্ৰান্তিক্রমে কোনও কৰ্ম্ম প্রকৃতরূপে সম্পন্ন করিতে না পারিত, সে তৎক্ষণাৎ দোষ স্বীকার করিত এবং যথাশক্তি সেই দোষের সংশোধনে যত্নবান হইত। লেনার্ডের স্বশীলতা, সচ্চরিত্রতা ও শ্রমশীলতা দর্শনে, বেনসন তাহার উপর সাতিশয় সন্তুষ্ট হইতে লাগিলেন ; এবং ক্রমে ক্রমে তাহার উপর সম্পূর্ণ বিশ্বাস করিতে ও তাহার হস্তে সকল বিষয়ের ভার দিতে আরম্ভ করিলেন । এইরূপে অল্প দিনের মধ্যে সে বিষয়কৰ্ম্মে নিপুণ এবং স্বীয় প্রভুর প্রিয়পাত্র ও বিশ্বাসভাজন হইয়া উঠিল । বেনসনের স্ত্রী, পুত্র আদি পরিবার ছিল না। তিনি একটা স্ত্রীলোকের হস্তে, সাংসারিক সমস্ত বিষয়ের ভার দিয়া রাখিয়াছিলেন ; স্বয়ং কখনও কোনও বিষয়ে দৃষ্টিপাত
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৭০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।