8Qbr বিদ্যাসাগর-গ্ৰস্থাবলী—শিক্ষা পারেন, আমরা, সেই টাকার সংগ্রহের নিমিত্ত, প্রাণপণে যত্ন ও চেষ্টা করিব, এই প্রতিজ্ঞ করিয়াছি। অন্য উপায় দেখিতে না পাইয়া, অবশেষে, এই নীচ বৃত্তি অবলম্বন করিয়াছি। আমরা যে র্তাহাকে দাসত্বমুক্ত করিতে পারিব, আমাদের সে আশা নাই ; কিন্তু তদৰ্থে, যথোচিত চেষ্টা না করিয়াও, ক্ষান্ত থাকিতে পারিতেছি না । তাহীদের কথা শুনিয়া ও পিতৃভক্তি দেখিয়া, মণ্টেস্ক প্রসন্ন বদনে বলিলেন, দেখ, প্রথমতঃ, তোমাদিগকে অর্থলোভী স্থির করিয়াছিলাম ; কিন্তু এক্ষণে, কি কারণে তোমরা এই নীচ বৃত্তি অবলম্বন করিয়াছ, তাহার সবিশেষ অবগত হইয়া, যৎপরোনাস্তি প্রীতি প্রাপ্ত হইলাম ; তোমরা যথার্থ সুসস্তান ; অচিরে তোমাদের মনস্কাম পূর্ণ হইবে। এই বলিয়া, বিলক্ষণ পূরস্কার দিয়া, তিনি প্রস্থান করিলেন। কতিপয় মাস অতীত হইল। এক দিন তাহারা দুই সহোদরে দোকানে কৰ্ম্ম করিতেছে, এমন সময়ে তাহাদের পিতা তথায় উপস্থিত হইলেন । র্তাহাকে নয়নগোচর করিয়া, তাহারা বিস্ময়াপন্ন হইল ; এবং আহলাদে গদগদ হইয়া, অশ্রুপাত করিতে লাগিল। তাহদের পিতা মনে করিয়াছিলেন, পুত্রের টাকা পাঠাইয়াছিল, তাহাতেই তিনি দাসত্বমুক্ত হইয়াছেন । তিনি, তাহদের মুখচুম্বন করিয়া, আশীৰ্ব্বাদ করিলেন ; এবং জিজ্ঞাসিলেন, তোমরা এত টাকা কোথায় পাইলে ? আমার আশঙ্কা হইতেছে, কোনও অন্যায় উপায় অবলম্বন পূর্বক, এই টাকার সংগ্ৰহ করিয়াছ। তাহারা শুনিয়া বিস্ময়াপন্ন হষ্টয়া বলিল, না মহাশয়, আপনি ওরূপ আশঙ্কা করিতেছেন কেন ; আমরা আপনকার দাসত্বমোচনের জন্য, টাকা পাঠাই নাই ; বলিতে কি, আমরা এ বিষয়ের বিন্দুবিসর্গও জানি না। এই কথা শুনিয়া, তাহাদের পিতা সীতিশয় বিস্ময়াপন্ন হইলেন, এবং বলিলেন, তবে এ টাকা কে দিল । আমার প্রভু, টাকা পাইয়া, আমায় নিস্কৃতি দিয়াছেন ; তাহ। আমি অবধারিত জানি। টাকাও অনেক ; এত টাকা কোথা হইতে আসিল, তাহ আমিও জানিলাম না, তোমরাও জানিলে না, এ বড় আশ্চর্য্যের বিষয় । ফলতঃ, তিন জনেই বিস্ময়াপন্ন হইয়। ভাবিতে লাগিলেন । কিয়ৎক্ষণ পরে, তাহারা দুই সহোদরে বলিল, মহাশয়, আমরা এতক্ষণে বুঝিতে পারিয়াছি ; এ আর কাহারও কৰ্ম্ম নহে। কিছু দিন পূর্বে, এক সদাশয় দয়ালু মহাশয়, আমাদের নৌকায় চড়িয়া, কথাপ্রসঙ্গে আপনার বৃত্তান্ত অবগত হইয়াছিলেন । তিনি অতিশয় দয়াশীল ; প্রস্থানকালে আমাদিগকে যথেষ্ট পুরস্কার দিয়াছিলেন, এবং বলিয়াছিলেন, অচিরে তোমাদের মনস্কাম পূর্ণ হইবে।
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৮০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।