পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—দ্বিতীয় ভাগ 8○○ অতিশয় দানশীল ও পরোপকারী ছিলেন, এবং ইনি যে পরিবারের লোক, জোসেফু এক সময়ে, ঐ পরিবারের নিকট উপকার প্রাপ্ত হইয়াছিলেন, এই দুই কারণে, ঈদৃশ দুঃসময়ে ইহার আনুকূল্য করিবার নিমিত্ত, জোসেফের নিতান্ত ইচ্ছা হইল। কিছু দিন পূৰ্ব্বে, এই ব্যক্তি খত লিখিয়া দিয়া, জোসেফের নিকট হইতে, ৬০০২ ছয় শত টাকা, ধার লইয়াছিলেন। জোসেফ ভাবিলেন, এ ব্যক্তির সর্বস্বাস্ত হইয়াছে ; তাহার উপর আবার ঋণদায় ; কিরূপে এ ঋণের পরিশোধ করিবেন এই দুর্ভাবনায়, ইহাকে অতিশয় অমুখে কালযাপন করিতে হইবে। এ অবস্থায় ঋণ হইতে নিস্কৃতি পাইলে, ইনি অনেক অংশে নিশ্চিন্ত হইতে পারিবেন। অতএব, অদ্যই আমি ইহাকে ঋণ হইতে মুক্ত করিব। এরূপ করিলে, আমি এই পরিবারের নিকট যে উপকার প্রাপ্ত হইয়াছি, কিয়ৎ অংশে, তজ্জন্ত কৃতজ্ঞতাপ্রদর্শন করা হইবে। এই স্থির করিয়া, জোসেফ ঐ ব্যক্তির নিকটে উপস্থিত হইলেন, এবং যথোচিত বিনয় ও সম্মান সহকারে, সম্ভাষণ করিয়া, বলিলেন, মহাশয়, এই অগ্নিদাহে আপনকার যে ভয়ানক অনিষ্ট ঘটিয়াছে, তাহ দেখিয়া, আমার অন্তঃকরণে যৎপরোনাস্তি দুঃখ উপস্থিত হইয়াছে ; এবং, এক সময়ে আমি আপনকার পরিবারের নিকট যে উপকার প্রাপ্ত হইয়াছি, তাহাও আমার অন্তঃকরণে সৰ্ব্বক্ষণ জাগরূক রহিয়াছে। আর আমি স্পষ্ট বুঝিতে পারিতেছি, আপনকার যে ঋণ আছে, কি রূপে তাহার পরিশোধ করিবেন, এই দুর্ভাবনায়, অত্যন্ত অসুখে আপনাকে কালযাপন করিতে হইবে । আমার নিকটে আপনকার যে ঋণ অাছে, সে জন্য আর আপনকার চিন্তিত হইবার প্রয়োজন নাই । আমি, আহলাদিত চিত্তে, আপনাকে ঋণমুক্ত করিতেছি। বিপদাপন্ন ব্যক্তির সাহায্য করা মনুষ্যমাত্রের অবশ্বকৰ্ত্তব্য ; বিশেষতঃ আমি আপনাদের নিকট যথেষ্ট উপকৃত হইয়াছি ; তজন্য, কাৰ্য্য দ্বারা কৃতজ্ঞতাপ্রদর্শন করা, আমার পক্ষে সৰ্ব্বতোভাবে উচিত ও আবশ্যক। আমি আপনকার এ অবস্থায়, কিঞ্চিৎ অংশেও যে, সাহায্য করিতে পারিলাম, ও কৃতজ্ঞতাপ্রদর্শনের অবসর পাইলাম, তাহাই আমি প্রচুর লাভ মনে করিতেছি । আপনকার নিকট হইতে প্রাপ্য টাকা পাইলে, আমি যত আহলাদিত হইতাম, আপনাকে নিস্কৃতি দিয়া, আমি তদপেক্ষা সহস্ৰগুণে অধিক আহলাদিত হইলাম। এক্ষণে, আপনকার নিকট, বিনয়বচনে আমার প্রার্থন এই, আমা দ্বারা সম্পন্ন হইতে পারে, যদি কখনও আপনকার এরূপ কোনও প্রয়োজন উপস্থিত হয়, অনুগ্রহপূর্বক জানাইলে, আমি চরিতার্থ হইব । Qふ