পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—দ্বিতীয় ভাগ 8Øዓ আলয়ে উপস্থিত হইলে, সেনাপতির সম্মুখে নীত হইলেন। সেনাপতি, তাহদের দিকে দৃষ্টিসঞ্চারণ করিয়া, বুঝিতে পারিলেন, তাহারা অতিশয় ভয় পাইয়াছেন। তখন তিনি সাদর সম্ভাষণ পূর্বক অভয়দান করিয়া বলিলেন, আমি, কোনও দুষ্ট অভিপ্রায়ে, আপনাদের আহবান করি নাই। আমি কোনও প্রকারে অত্যাচার বা অসদ্ব্যবহার করিব, আপনার ক্ষণকালের জন্যও, সে আশঙ্কা করিবেন না ; আপনাদের সহিত বিশিষ্টরূপ আলাপ করা আমার একমাত্র উদ্দেশ্য। অদ্য আমি আপনাদিগকে আহার করাইব । আপনারা, নির্ভয় ও নিরুদ্বেগ হইয়া, উপবেশন করুন। এই বলিয়া, তিনি তাহাদিগকে আপন সমীপে উপবেশিত করিলেন, এবং নিরতিশয় সদয়ভাবে, তাহদের সহিত নান৷ বিষয়ে, কথোপকথন করিতে লাগিলেন। আহারের সময় উপস্থিত হইল। সেনাপতি র্তাহাদিগকে আপনার নিকট বসাইলেন ; সাতিশয় যত্ন ও আদর পূর্বক, আহার করাইলেন ; এবং তাহদের পরিবারংক্রান্ত নানা কথা জিজ্ঞাসিতে লাগিলেন । সে ব্যক্তি বলিলেন, আমার পিতা, সামান্ত ব্যবসায় দ্বারা, জীবিকানিৰ্বাহ করিতেন ; আমি তাহার জ্যেষ্ঠ সন্তান ; আমার দুইটী সহোদর ও একটা ভগিনী আছেন। সেনাপতি জিজ্ঞাসা করিলেন, এই দুই ভিন্ন আপনকার কি আর সহোদর নাই ? তিনি বলিলেন, না মহাশয়, এক্ষণে, আমার আর সহোদর নাই। আমার আর একটি সহোদর ছিলেন বটে ; কিন্তু তিনি সৈনিক দলে প্রবিষ্ট হইবার নিমিত্ত, অতি অল্প বয়সে, বাট হইতে প্রস্থান করিয়াছেন। তিনি অদ্যাপি জীবিত আছেন কি না, বলিতে পারি না ; কারণ, তদবধি আর তাহার কোনও সংবাদ পাওয়া যায় নাই । অত্যুচ্চপদারূঢ় সেনাপতিকে, এক সামান্য দোকানদারের সহিত, সাতিশয় সদয় ভাবে, কথোপকথনে আবিষ্ট দেখিয়া, তাহার অধীন সৈন্তাসংক্রান্ত কৰ্ম্মচারীরা চমৎকৃত হইলেন। সেনাপতি, তাহাদের ভাব বুঝিতে পারিয়া, বলিলেন, হে ভ্রাতৃগণ, সৰ্ব্বদ শুনিতে পাই, আমি কোন দেশে, কোন বংশে জন্মগ্রহণ করিয়াছি, এ বিষয়ে তোমরা সতত অনুসন্ধান করিয়া থাক ; কিন্তু এ পর্য্যস্ত কৃতকাৰ্য্য হইতে পার নাই। এজন্য, আজ আমি তোমাদিগকে জানাইতেছি, এই নগর আমার জন্মস্থান, ইনি আমার জ্যেষ্ঠ সহোদর। এই কথা শুনিয়া, সকলে বিশেষতঃ তাহার। স্ত্রীপুরুষে, বিস্ময়াপন্ন হইলেন। অনন্তর, সেনাপতি, নিরতিশয় স্নেহ ও সমাদর সহকারে, আলিঙ্গন করিয়া, স্বীয় জ্যেষ্ঠ সহোদরকে বলিলেম, আপনকার যে সহোদর নরলোকে বিদ্যমান নাই বলিয়া,