পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—দ্বিতীয় ভাগ ୫୯୬ର তাহাদের নিমিত্ত্ব অভিপ্রেত নহে। গৃহস্থ লোক, আবশ্বক কাৰ্য্যে দৃষ্টি না রাখিয়া, কেবল আমোদে কাল কাটাইলে, তাহাদেরই অনিষ্ট হইয়া থাকে ; কিন্তু রাজার, রাজকাৰ্য্যে জলাঞ্জলি দিয়া, কেবল আমোদে আসক্ত হইলে, দেশস্থ সমস্ত লোকের অনিষ্ট হয় ; আপনি মৃগয়াস্থলে যে ক্ষমতা প্রকাশ করিয়াছেন, তাহ শুনিবার নিমিত্ত আমরা এখানে আসি নাই ; কোনও গুরুতর কার্য্যের অনুরোধেই আসিয়াছি। মহারাজের প্রজাদের যে ক্লেশ ও দুরবস্থা ঘটিয়াছে, যদি তাহার প্রতিবিধানে মনোযোগী ও যত্নবান হন, তবেই তাহারা আপনকার অনুগত ও আজ্ঞাবহ হইয়া থাকিবে ; নতুবা—এই পৰ্য্যন্ত শুনিয়াই ক্রোধে অধৈর্য্য হইয়া, রাজা বলিলেন, নতুবা কি করিবে ? রাজার ক্রোধ দর্শনে, কোনও অংশে শঙ্কিত না হইয়া, সেই সন্ত্রান্ত ব্যক্তি দৃঢ়বাক্যে বলিলেন, নতুবা, তাহার রাজধৰ্ম্ম প্রতিপালন করেন, এরূপ কোনও ব্যক্তিকে সিংহাসনে বসাইবার চেষ্টা দেখিবে। এই কথা কর্ণগোচর হইবামাত্র, এলনজোর কোপানল প্ৰজলিত হইয়া উঠিল। তখন তিনি, তোমরা আমার যে অবমাননা করিলে, অবিলম্বে তাহার সমুচিত প্রতিফল দিতেছি ; এই বলিয়া, সভাগৃহ হইতে বহির্গত হইলেন ; কিন্তু, কিয়ৎক্ষণ পরেই, নিতান্ত শান্তমূৰ্ত্তি হইয়া, সভাগৃহে প্রবেশ করিলেন ; এবং সাদর সম্ভাষণ পুরঃসর সেই সন্ত্রান্ত ব্যক্তিকে বলিলেন, আপনি যাহা বলিলেন, আমি তাহার মৰ্ম্মগ্রহ করিতে পারিয়াছি। বাস্তবিক, যে ব্যক্তি, রাজা হইয়া, প্রজার হিতসাধনে যত্নবান না হইবে, প্রজারা কখনই তাহার অনুগত থাকিবে না। আমি ধৰ্ম্মসাক্ষী করিয়া, সৰ্ব্বসমক্ষে প্রতিজ্ঞা করিতেছি, আজ অবধি, আর আমি মৃগয়া বা অন্যবিধ ব্যসনে, ক্ষণকালের জন্যও আসক্ত হইব না ; অনন্তমনা ও অনন্তকৰ্ম্ম হইয়া, সৰ্ব্বপ্রযত্নে রাজকাৰ্য্যসম্পাদনে তৎপর হইব ; প্রাণান্তেও এই প্রতিজ্ঞার লঙ্ঘন করিব না । এই প্রতিজ্ঞাবাক্য শ্রবণগোচর করিয়া, রাজসভায় সমবেত সন্ত্রান্তগণ ও অমাত্যবর্গ আছাদসাগরে মগ্ন হইলেন ; এবং আশীৰ্ব্বাদপ্রয়োগ পূর্বক, রাজাকে ধন্যবাদ দিতে লাগিলেন। রাজা, সেই দিন অবধি, মৃগয়া প্রভৃতি সৰ্ব্ববিধ ব্যসনে বিসর্জন দিয়া, দিবারাত্র, রাজকাৰ্য্যসম্পাদনে নিবিষ্টচিত্ত হইলেন ; একদিন একক্ষণের জন্যও, সে বিষয়ে অযত্ন বা উপেক্ষা করেন নাই। ফলতঃ, তিনি রাজ্যের যেরূপ মঙ্গলবিধান ও প্রজাবর্গের যেরূপ হিতসাধন করিয়া গিয়াছেন, পোর্তুগালদেশে কখনও কোনও রাজা সেরূপ করিতে পারেন নাই ।