পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ԳՀ বিদ্যাসাগর-গ্রস্থাবলী—শিক্ষা সৈনিক পুরুষের আশ্রয়দাতা যে ভূমিতে বাস ও কৃষিকৰ্ম্ম দ্বারা জীবিকানিৰ্ব্বাহ করিতেন, ফিলিপ, দানপত্র দ্বারা, সেই ভূমি, ঐ সৈনিক পুরুষকে পুরস্কারস্বরূপ দিলেন। এইরূপে সে, প্রাণদাতার অধিকৃত ভূমির অধিকারী হইয়া, তাহার গৃহ ভগ্ন করিয়া, তাহাকে বলপূৰ্ব্বক উঠাইয়া দিল । তিনি, তদীয় ঈদৃশী অকৃতজ্ঞতা দর্শনে, সাতিশয় বিস্মিত ও নিরতিশয় দুঃখিত হইলেন ; এবং আদ্যোপান্ত সমস্ত বৃত্তান্ত আবেদনপত্র দ্বারা, ফিলিপের গোচর করিলেন। মানুষ এতদূর অকৃতজ্ঞ হইতে পারে, তাহার সেরূপ বোধ ছিল না । পত্রপাঠ মাত্র, তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল। তিনি, তৎক্ষণাৎ পূৰ্ব্বস্বামীকে সেই ভূমিতে অধিকারপ্রদানের আদেশপ্রদান করিলেন ; এবং সেই পাপিষ্ঠ সৈনিক পুরুষকে স্বীয় সমক্ষে আনাইয়া, তাহার ললাটে, কৃতঘ্ন নরাধম, এই দুটি শব্দ লেখাইয়া, আপন অধিকার হইতে বহিস্কৃত করিয়া দিলেন । কৃতঘ্ন ব্যক্তি, সৰ্ব্ব কালে, সৰ্ব্ব দেশে, সৰ্ব্ব সমাজে, নিরতিশয় নিন্দনীয় হইয় থাকে । মনুষ্যের যত দোষ সস্তবিতে পারে, গ্রীকৃদেশীয় লোকে কৃতঘ্নতাকে, সেই সমস্ত দেযি অপেক্ষ, গুরুতর বিবেচনা করিতেন । তাহারা কৃতঘ্ন ব্যক্তির সহিত বাক্যালাপ ও তাহার মুখাবলোকন করিতেন না । কৃতজ্ঞতা ও অকুতোভয়ত আরবদিগের খলীফা (৪) হারূল উর রশীদের, জাফর বর্মীকী নামে, বিলক্ষণ কাৰ্য্যদক্ষ, সাতিশয় ধৰ্ম্মপরায়ণ মন্ত্রী ছিলেন। কোনও কারণে কুপিত হইয়া, খলীফ র্তাহার প্রাণদণ্ড করেন, এবং এই ঘোযণা করিয়া দেন, যদি কেহ মন্ত্রীর গুণকীৰ্ত্তন করে, তাহার প্রাণদণ্ড হইবে । কিন্তু, এক বৃদ্ধ আরব, সতত, সৰ্ব্বসমক্ষে, মুক্তকণ্ঠে, মন্ত্রীর গুণকীৰ্ত্তন করিতেন। এই বিষয় খলীফার কর্ণগোচর হইলে, তদীয় আদেশক্রমে, ঐ বৃদ্ধ আরব, তাহার সম্মুখে নীত হইলেন। তখন খলীফ, সাতিশয় রোষপ্রদর্শন পুৰ্ব্বক, তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কোন সাহসে আমার আজ্ঞা লঙ্ঘন করিতেছ ? খলীফার এই কোপপূৰ্ণ জিজ্ঞাসাবাক্য শ্রবণে, কিঞ্চিম্মাত্র ভীত না হইয়া বৃদ্ধ বিনীত বচনে বলিলেন, ধৰ্ম্মাবতার, যদি আমি, প্রাণভয়ে, মৃত মন্ত্রীর গুণকীৰ্ত্তনে বিরত হই, তাহ (৪) খলীফা—অধিপতি, যিনি সৰ্ব্ব বিষয়ে কর্তৃত্ব করেন ।