পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२b~ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা সকল জাহাজ নদী মধ্যে প্রবেশ করিয়াছিল, ঐ সময়ে তৎসমুদায়ও ইঙ্গরেজদিগের হস্তে পতিত হইল। এই রূপে ওলন্দাজদিগের ঐ মহোষ্ট্যোগ পরিশেষে ধূমশেষ হইয়া গেল। এই যুদ্ধের অব্যবহিত পর ক্ষণেই, রাজকুমার মীরন, ছয় সাত সহস্ৰ অশ্বারোহ সৈন্ত সহিত, চুচুড়ায় উপস্থিত হইলেন। ওলন্দাজের জয়ী হইলে, তিনি র্তাহীদের সহিত যোগ দিতেন, সন্দেহ নাই ; কিন্তু এক্ষণে, অগত্য, ইঙ্গরেজদের সহিত মিলিত হইয়া, ওলন্দাজদিগকে আক্রমণ করিলেন। কর্ণেল ফোর্ড, যুদ্ধসমাপ্তির অব্যবহিত পরেই, চুচুড়া অবরোধ করিলেন। ঐ নগর ত্বরায় ইঙ্গরেজদিগের হস্তগত হইত ; কিন্তু ওলন্দাজের ক্লাইবের নিকট ক্ষমা প্রার্থনা করাতে, তিনি উক্ত নগর অধিকার করিলেন না । অনন্তর, তাহারা যুদ্ধের সমুদয় ব্যয় ধরিয়া দিতে স্বীকার করাতে, তিনি তাহাদের জাহাজ সকলও ছাড়িয়া দিলেন । ক্লাইব, ক্রমাগত তিন বৎসর গুরুতর পরিশ্রম করিয়া, শারীরিক সাতিশয় অপটু হইয়াছিলেন । এজন্য, এই সকল ঘটনার অবসানেই, ১৭৬০ খৃঃ অব্দের ফেব্রুয়ারিতে, ধনে মানে পূর্ণ হইয়া, ইংলণ্ড যাত্রা করিলেন। গবৰ্ণমেণ্টের ভার বান্সিটার্ট সাহেবের হস্তে ন্যস্ত হইল । বাঙ্গালা দেশ যে এক বারে নিরুপদ্রব হইবেক, তাহার কোনও সম্ভাবনা ছিল না । বৃদ্ধ নবাব মীর জাফর নিজপুত্র মীরনের হস্তে রাজ্যশাসনের ভারসমর্পণ করিলেন। যুবরাজ রাজপুরুষদিগের সহিত সাতিশয় সাহঙ্কার ব্যবহার ও প্রজাগণের উপর অসহ অত্যাচার আরম্ভ করাতে, সকলেই তাহার শাসনে অসন্তুষ্ট হইতে লাগিলেন । তিনি ক্রমে এরূপ নিষ্ঠুর ব্যাপারের অনুষ্ঠানে প্রবৃত্ত হইলেন যে, সকলে সিরাজ উদ্দৌলার কুক্রিয়। সকল বিস্মৃত হইয়া গেল । সম্রাটের পুত্র শাহ আলম, সৰ্ব্বসাধারণের ঈদৃশ অসন্তোষ দর্শনে সাহসী হইয়া, দ্বিতীয় বার বিহার আক্রমণের উদ্যোগ করিলেন। পূর্ণিয়ার গবর্ণর, কাদিম হোসেন খা, স্বীয় সৈন্য লইয়া, তাহার সহিত যোগ দিবার নিমিত্ত, প্রস্তুত হইলেন । শাহ আলম, কৰ্ম্মনাশ৷ পার হইয়া, বিহারের সীমায় পদার্পণ মাত্র, সংবাদ পাইলেন, সাম্রাজ্যের প্রধান মন্ত্রী প্রসিদ্ধ ক্রুর ইমাদ উলমুলুক সম্রাটের প্রাণবধ করিয়াছে। এই দুর্ঘটনা হওয়াতে, শাহ আলম ভারতবর্ষের সম্রাট হইলেন, এবং অযোধ্যার মুবাদারকে সাম্রাজ্যের সর্বাধিকারিপদে নিযুক্ত করিলেন। কিন্তু তিনি নামমাত্রে সম্রাট হইলেন ; তাহার পরাক্রমও ছিল না, প্রজাও ছিল না ; তৎকালে, তাহার রাজধানী পৰ্য্যন্ত বিপক্ষের হস্তগত ছিল ; এবং তিনিও নিজে নিজ রাজ্যে এক প্রকার পলায়িত স্বরূপ ছিলেন ।