পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8br8 বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষ। আনুগত্য করিতেছেন । র্তাহীদের মধ্যে কাহাকেও মনোনীত করিয়া দিলে, আমাদের উপকারের বিলক্ষণ সম্ভাবন । কিন্তু, আমরা অর্থলোভের বশীভূত, অথবা প্রতিপত্তিলাভের অভিলাষী নহি ; এজন্য তাদৃশ কোনও ব্যক্তিকে মনোনীত করিতে পারিব না । এবৃডেলোনিমস্ নামে এক রাজবংশোদ্ভব ব্যক্তি আছেন ; আমাদের বিবেচনায়, তিনিই সৰ্ব্বাপেক্ষ সিংহাসনের যোগ্য পাত্র। কিন্তু, তাহার অবস্থা অতি মন্দ ; নগরের বহির্ভাগে একটি উদ্যান আছে ; তাহাতে অবিশ্রামে পরিশ্রম করিয়া, যাহা পান, তাহাতেই অতিকষ্টে দিনপাত করেন । কিন্তু, তাহার দ্যায় ন্যায়পরায়ণ, ধৰ্ম্মশীল ও সৎপথবর্তী পুরুষ কখনও আমাদের নয়নগোচর হয় নাই । এই সমস্ত শ্রবণগোচর করিয়া, হিপষ্টিয়ন তাহদের প্রস্তাবে সম্মত হইলেন ; এবং রাজযোগ্য পরিচ্ছদ তাহদের হস্তে দিয়া বলিলেন, এই পরিচ্ছদ পরাইয়া, এবৃডেলোনিমসকে এই স্থানে উপস্থিত কর । তদনুসারে, তাহার। দুই সহোদর, রাজপরিচ্ছদ হস্তে করিয়া, এব ডেলোনিমসের অন্বেষণে নির্গত হইলেন। ইতস্ততঃ নান স্থানে অন্বেষণ করিয়া, অবশেষে তাহার। তদীয় উদ্যানে উপস্থিত হইয়া দেখিলেন, তিনি, খুরপ্র লইয়া, ঘাস তুলিতেছেন। তাহার নিকটবৰ্ত্তী হইয়া, জ্যেষ্ঠ সহোদর বলিলেন, আমরা আপনকার জন্য এই রাজপরিচ্ছদ অনিয়াছি ; চিরাভ্যস্ত নিকৃষ্ট পরিচ্ছদ ছাড়িয়া, রাজপরিচ্ছদ ধারণ করুন। আপনি, যাবজ্জীবন, ধৰ্ম্মপথে চলিয়াছেন ; একক্ষণের জন্তও, কোনও কারণে তাহা হইতে বিচলিত হয়েন নাই ; কেবল এই হেতুবশতঃ, আপনি সিংহাসনে অধিরূঢ় হইয়াছেন ; এক্ষণে আপনি প্রজাবর্গের ধনের ও প্রাণের কৰ্ত্ত হইলেন । আমাদের প্রার্থনা ও অনুরোধ এই, যেন সিংহাসনে আরূঢ় হইয়া, ধৰ্ম্মপথ হইতে কদাচ বিচলিত না হন। এই সকল কথা শুনিয়া ও আনীত রাজপরিচ্ছদ দৃষ্টিগোচর করিয়া, এবৃডেলোনিমস স্বপ্নদর্শনবৎ বোধ করিতে লাগিলেন ; এবং কিছুই বুঝিতে ন পারিয়া, তাহাদিগকে বলিলেন, এরূপ আমায় উপহাসাম্পদ করা তোমাদের উচিত নহে। তাহারা বলিলেন, না মহাশয়, আমরা উপহাস করিতেছি না ; আমরা ধৰ্ম্মপ্রমাণ বলিতেছি, আপনি যথার্থই রাজসিংহাসনে প্রতিষ্ঠিত হইয়াছেন । তিনি, র্তাহীদের কথায় বিশ্বাস করিয়া, রাজপরিচ্ছদ ধারণে, কোনও মতে সম্মত হইলেন না। অবশেষে, তাহারা বলপূর্বক তাহাকে স্নান করাইয়া, রাজপরিচ্ছদ পরাইলেন ; এবং, অনেক অমুনয় ও বিনয় করিয়া, তাহাকে রাজভবনে লইয়া গেলেন ।