পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—দ্বিতীয় ভাগ 8 ఫిఫి এই প্রতিনিধিসমাজের সভাপতি সেনাপতি রাডসাহেব যার পর নাই ধৰ্ম্মশীল ও দেশহিতৈষী ছিলেন ; সবিশেষ যত্ন, আগ্রহ ও অভিনিবেশ সহকারে কার্য্যনিৰ্ব্বাহ করিতেন। র্তাহার সভাপতিত্ব সময়ে বিবাদনিষ্পত্তির নিমিত্ত ইংলণ্ড হইতে কতিপয় দূত প্রেরিত হইয়াছিলেন । র্তাহারা সকল বিষয়ের সবিশেষ সমস্ত অবগত হইয়া বুঝিতে পারিলেন, সভাপতি রীড়সাহেবকে হস্তগত করিতে পারিলে, ইংলণ্ডের ইষ্টসিদ্ধির পথ পরিষ্কৃত হয় ; তখন র্তাহারা রীড়সাহেবের সহিত সাক্ষাৎ করিয়া বলিলেন, যদি আপনি উপনিবেশের সংস্রব পরিত্যাগ করিয়া ইংলণ্ডের পক্ষ অবলম্বন করেন, তাহ হইলে আমরা আপনকার যথোচিত সম্মান করি । এই বলিয়া তাহারা তাহাকে দশসহস্ৰ গিনি উৎকোচ দিবার অভিপ্রায় প্রকাশ করিলেন । রীড়সাহেব, উৎকোচদানের প্রস্তাব শ্রবণে মনে মনে যৎপরোনাস্তি বিরক্ত হইয়া, সহাস্য বদনে বলিলেন, দেখুন, আমি অতি হীন, তাহার সন্দেহ নাই ; কিন্তু আপনাদের রাজা আমায় কিনিতে পারেন, র্তাহার এত টাকা নাই। এই বলিয়া, তিনি, তাহাদিগকে তৎক্ষণাৎ বিদায় করিয়া দিলেন । ফলকথা এই, অর্থলোভের বশীভূত হইয়া, উৎকোচগ্রহণ পূর্বক স্বদেশের হিতসাধনে বিরত অথবা অনিষ্টসাধনে প্রবৃত্ত হইবেন, মহামতি সেনাপতি রীড়সাহেব সেরূপ প্রকৃতির ও সেরূপ প্রবৃত্তির লোক ছিলেন না। যাহাঁদের অর্থলোভ অতি প্রবল, এবং ধৰ্ম্মাধৰ্ম্মবোধ ও উচিতানুচিত বিবেচনা নাই ; সেই নিতান্ত নীচাশয় নরাধমেরাই উৎকোচগ্রহণে প্রবৃত্ত হয়। আর যাহারা ন্যায়মার্গ অনুসারে কৃতকার্য্য হইতে না পারে ; সেই দুরাচারেরাই উৎকোচদানরূপ অন্যায্য উপায় অবলম্বন পূর্বক স্বীয় অভিপ্রেতসাধনের চেষ্টা করিয়া থাকে। ফলতঃ, উৎকোচদান ও উৎকোচগ্রহণ, উভয়ই সৰ্ব্বতোভাবে নিতান্ত হ্যায়বিরুদ্ধ ও ধৰ্ম্মবিরুদ্ধ ব্যবহার, তাহার সন্দেহ নাই । বিবেচনা করিয়া দেখিলে, দসু্য, তস্কর, উৎকোচগ্রাহী, ইহার একসম্প্রদায়ের লোক । নিরপেক্ষতা ও ন্যায়পরতা জর্জ ওয়াশিংটনের সভাপতিত্ব সময়ে আমেরিকার ইয়ুনাইটেড ষ্টেটস্ প্রদেশে একটি লোক নিযুক্ত হইবে, উহা বিলক্ষণ লাভের ও সম্মানের পদ। ঐ পদে নিযুক্ত হইবার