পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q)br বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা স্পানিয়ার্ডদিগের সেনাপতি সাক্ষাৎ করিতে আসিতেছেন এই সংবাদ পাইয়া, এনকেয়োন। আপন অনুগত যাবতীয় কাসীকদিগের (১) ও প্রধান প্রধান প্রজাবর্গের নিকট এই আদেশ পঠাইলেন, স্পানিয়ার্ডদিগের সেনাপতি সাক্ষাৎ করিতে আসিতেছেন, সমুচিতসম্মানসহকারে তাহার সংবৰ্দ্ধন করা আবশ্বক ; অতএব, তোমরা যথাকালে রাজধানীতে উপস্থিত হইবে । আমেরিকার আদিম নিবাসীদিগের মধ্যে এই প্রথ৷ প্রচলিত ছিল, কোন মান্ত ও আদরণীয় ব্যক্তি সাক্ষাৎ করিতে আদিলে, তাহারা, মহাসমারোহে নগর হইতে নির্গত হইয়া, সংবদ্ধনা করিতে যাইতেন । তদনুসারে, ওবেণ্ডে। রাজধানীর সন্নিহিত হইবামাত্র, এনকেয়োনা স্বীয় অমাত্যগণ, পারিষদগণ ও প্রধান প্রধান প্রজাবৰ্গ সমভিব্যাহারে তাহার সহিত সাক্ষাৎ ও যথোচিত সম্মান পুৰ্ব্বক সংবৰ্দ্ধন৷ করিলেন। দেশাচারানুরূপ মঙ্গলাচার অনুষ্ঠিত হইল ; যুবতী কামিনীরা, তালত রুশাখা সঞ্চালন করিয়া, স্পানিয়ার্ডদিগের সম্মুখে নৃত্য আরম্ভ করিল এবং তৎকালোচিত সঙ্গীত সকল গীত হইতে লাগিল । ওবেণ্ডে রাজধানীতে উপস্থিত হইলে, এনকেয়োন সৰ্ব্বাপেক্ষা প্রশস্ত ভবনে তাহাকে বাস করাইলেন । তাহার সমভিব্যাহারের লোকের তৎসন্নিহিত অপরাপর ভবনে অবস্থিতি করিল। তাহদের যত্ন ও অাদরের পরিসীম। রহিল না । এনকেয়োনা, অনন্তমনাঃ ও অনন্তকৰ্ম্ম হইয়া, তাহদের পরিচর্য্য করিতে লাগিলেন । সেই প্রদেশে যত দূর পর্য্যন্ত উপাদেয় আহারসামগ্ৰী প্রভৃতি পাওয়া যাইতে পারে, তদীয় আদেশ অনুসারে, সবিশেষ যত্ন সহকারে, তৎসমস্ত আহৃত হইতে লাগিল । প্রতিদিন মহোৎসব ও মৃত্য গীত বাদ্য হইতে লাগিল । যাহাতে র্তাহীদের সুখে, স্বচ্ছন্দে ও আমোদ প্রমোদে কালাতিপাত হয়, তিনি তদ্বিষয়ে সাধ্যানুরূপ যত্ন করিতে ক্রটি করিলেন না । ফলতঃ, তিনি শ্বেতকায় জাতির প্রতি পূৰ্ব্বাপর যেরূপ সদয় ও অমায়িক ব্যবহার করিয়া আসিতেছিলেন, এ সময়েও সম্পূর্ণ সেইরূপ করিলেন । কিন্তু ওবেণ্ডে যে অমূলক সংস্কারের অনুবত্তী হইয়া আসিয়াছিলেন, জারাগুয়াবাসীদিগের ঈদৃশ সৌজন্য ও সদ্ব্যবহার দর্শনেও, তাহ অপসারিত হইল না। তাহারা তাহার ও তদীয় সহচরবর্গের প্রাণবিনাশের মন্ত্রণা করিতেছে এই সিদ্ধান্ত করিয়া, তিনি মনে মনে স্থির করিলেন, অবিলম্বে র্তাহাদের উপর বিলক্ষণরূপ বৈরসাধন করিবেন। তদনুসারে, (১) আমেরিকার অদিম নিবাসীদিগের মধ্যে কোন কোন জাতি আপনাদিগের অধিপতিকে কাসীক বলিত ।