পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—তৃতীয় ভাগ ( R(! উপবিষ্ট ও কৃতাঞ্জলি হইয়া, তদীয় দয়া, সৌজন্ত, ও অনুগ্রহ প্রদর্শনের নিমিত্ত ধন্যবাদ প্রদান করিবার উপক্রম করিলেন। কিন্তু, রাজ্ঞী তৎক্ষণাৎ সেই গৃহ হইতে বহির্গত হইয়া, স্বীয় সহচরী সমভিব্যাহারে, যানারোহণপুৰ্ব্বক প্রস্থান করিলেন। রাজ্ঞী, রাজভবনে প্রতিগমন করিয়া, সৈন্তসংক্রান্ত কৰ্ম্মের অধ্যক্ষকে ডাকাইলেন, এবং সে ব্যক্তির কুরবস্থার সবিশেষ বর্ণন করিয়া, তাহার পক্ষে যথার্থ বিচার করিবার নিমিত্ত কহিয়া দিলেন। সপ্তাহ অতীত না হইতেই, সে ব্যক্তি লেপ্টেনেণ্টপদে প্রতিষ্ঠিত হইলেন । তিনি যে রেজিমেণ্টে কৰ্ম্ম পাইলেন, উহা অবিলম্বে ফ্লাওস প্রদেশে প্রস্থান করিবেক, এজন্য রাজ্ঞী তাহাকে কহিলেন, তুমি নিরুদ্বেগে প্রস্থান কর ; আমি তোমার স্ত্রী পুত্র কন্যার সমস্ত ভার লইলাম ; যত দিন তুমি প্রত্যাগমন না কর, আমি তাহীদের ভরণপোষণ ও রক্ষণাবেক্ষণ করিব। তদনুসারে, সে ব্যক্তি, নিশ্চিন্ত হইয়া, রেজিমেন্ট সমভিব্যাহারে প্রস্থান করিলেন এবং নিজ কার্য্যে বিলক্ষণ দক্ষত। প্রদর্শন করাতে, কর্তৃপক্ষের অনুগ্রহে, অল্পকালমধ্যে, মেজরপদে অধিরূঢ় হইয়া, স্বদেশে প্রত্যাগত হইলেন। উৎকট বৈরসাধন যৎকালে, মুসলমানের ইয়রোপের অন্তর্বত্তী অনেক দেশ জয় ও অধিকার করিতেছিলেন, সেই সময়ে, ফ্রাগুস প্রদেশে বিদরমন নামে এক ব্যক্তি এক নগরের অধিপতি ছিলেন। ঐ নগরে মুসলমানদের আধিপত্য সংস্থাপিত হইলে, বিদরমন, র্তাহীদের অত্যাচারদর্শনে একান্ত বিকলহৃদয় হইয়া, তথা হইতে প্রস্থান করিলেন, এবং অন্ত এক খৃষ্টীয় রাজার অধিকারে প্রবিষ্ট হইয়া, তথায় অবস্থিতি করিতে লাগিলেন। কিন্তু, স্বদেশানুরাগের আতিশয্য প্রযুক্ত, তিনি মনে মনে এই বিবেচনা করিতে লাগিলেন, জীবিত থাকিয়া স্বীয় জন্মভূমির ঈদৃশী দুরবস্থা বিলোকন করা নিতান্ত কাপুরুষ ও অত্যন্ত অপদার্থের কৰ্ম্ম। বিশেষত, অধিকারচু্যত হইয়া, অন্তদীয় আশ্রয় অবলম্বনপূৰ্ব্বক, অসার দেহভার বহন করা অপেক্ষা, আমার পক্ষে প্রাণত্যাগ করা সহস্ৰগুণে শ্রেয়ঃকল্প। এক্ষণে উত্তম কল্প এই, স্বীয় নগরে প্রতিগমনপূর্বক, তত্ৰত্য লোকদিগের হৃদয়ে স্বদেশানুরাগ উদ্দীপিত করিবার চেষ্টা পাই ; যদি এ বিষয়ে কৃতকাৰ্য্য হই, স্বীয় জন্মভূমিকে মুসলমানদের অত্যাচার হইতে মুক্ত করিতে পারিব।