পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২৬ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা ঈদৃশসঙ্কল্পারূঢ় হইয়া, বিদরমন প্রচ্ছন্ন বেশে স্বীয় নগরে প্রবেশ করিলেন, এবং মুসলমানদের প্রতিকূলে অস্ত্ৰধারণ করিবার নিমিত্ত, স্বদেশীয়দিগকে উৎসাহিত করিতে লাগিলেন। কিন্তু, প্রথমে মুসলমানদিগের প্রতিকূলবৰ্ত্তী হইয়া, তত্ৰত লোকদিগকে যে অসহ যন্ত্রণ ও উৎকট অত্যাচার সহ করিতে হইয়াছিল, তৎসমুদয় তৎকাল পর্য্যন্ত তাহাদের হৃদয়ে বিলক্ষণ জাগরূক ছিল ; এজন্য, তাহারা, সাহস করিয়া, তদীয় উপদেশ ও পরামর্শের অনুবত্তী হইতে পারিল না। তাহার এই বিবেচনা করিল, যদি মুসলমানদের প্রতিকূলাচরণে প্রবৃত্ত হইয়া, কৃতকাৰ্য্য হইতে না পারি, তাহারা অধিকতর অত্যাচার করিবেক, এবং রাজবিদ্রোহী বলিয়া অনেকের প্রাণদণ্ড হইবেক ; তদপেক্ষ এই অবস্থায় কালযাপন করা অনেক অংশে শ্রেয়স্কর । সুতরাং, বিদরমন সিদ্ধকাম হইতে পারিলেন না । এক দিবস, তিনি, কিঙ্কৰ্ত্তব্যনিরূপণে নিবিষ্টচিত্ত হইয়া, উপবিষ্ট আছেন, এমন সময়ে, এক মুসলমান সৈনিক পুরুষ, পরপ্রেরিত প্রণিধি বলিয়া, তাহাকে অবরুদ্ধ করিল। বিচারালয়ে নীত হইলে, তিনি অশেষ প্রকারে আত্মদোষক্ষালনের চেষ্টা পাইলেন ; কিন্তু বিচারকর্ডার অন্তঃকরণ হইতে সন্দেহ দূর হইল না । বিচারকত্ব। তাহার প্রকৃত পরিচয় পাইলে ও যথার্থ উদ্দেশু অবগত হইলে, তিনি সহজে নিস্কৃতি লাভ করিতে পারিতেন না। র্তাহার উপর পরপ্রেরিতপ্রণিধিবোধে দুরভিসন্ধির আশঙ্কামাত্র জন্মিয়াছিল, তদ্বিষয়ের বিশিষ্ট প্রমাণ পাওয়া গেল না ; এজন্য, বিচারকর্তা, অন্যবিধ গুরুদণ্ডবিধানে বিরত হইয়া, কোড়া মারিয়া ছাড়িয়া দিতে আদেশ দিলেন । এইরূপ দণ্ডব্যবস্থা হইলে, বিদরমন তদনুযায়িকাৰ্য্যকরণোপযোগী স্থানে নীত হইলেন। রাজপুরুষেরা নির্দিষ্ট স্তম্ভে তাহার হস্ত পদ বন্ধন করিল। যে ব্যক্তির উপর কোড়া মারিবার ভার ছিল, সে, অপরাধীর নিকট কিঞ্চিৎ পাইলে, প্রহারের সংখ্যা ও ঔৎকট্য উভয়েরই অনেক বৈলক্ষণ্য করিত । কিন্তু বিদরমন উৎকোচদানে অসমর্থ বা অসম্মত হওয়াতে, সে সাতিশয় অসন্তুষ্ট হইয়া বিলক্ষণ বলপূর্বক প্রহার করিতে লাগিল । বিদরমন যাতনায় অস্থির হইয়া আৰ্ত্তনাদ করিলে, সে, অরে দুরাত্মন, অসন্তোষপ্রদর্শন করিতেছ, এই বলিয়৷ পূৰ্ব্বাপেক্ষা অধিকতর বল সহকারে প্রহার করিতে আরম্ভ করিল। বিদরমন, নিতান্ত কাতর হইয়া, কিঞ্চিৎ ক্ষণ ক্ষান্ত থাকিতে অনুরোধ করিলে, সে পূর্ববৎ, আরে দুরাত্মনু, অসন্তোষ প্রদর্শন করিতেছ, এই বলিয়া উপযুপিরি প্রহার করিতে আরম্ভ করিল।