আখ্যানমঞ্জরী—তৃতীয় ভাগ & OS করিয়াছিলেন, কিন্তু কৃতকাৰ্য্য হইতে পারেন নাই ; অবশেষে, অন্য কোন উপায় না দেখিয়া, তদীয় বিরহে প্রাণধারণ করা অসাধ্য ভাবিয়া, সমদুঃখভাগিনী হইবার নিমিত্ত, তাহার সহিত এই ভয়ঙ্কর স্থানে আসিয়া রহিয়াছেন । তিনি তাহার সহবাসে সন্তুষ্ট চিত্তে কালহরণ করিতেছেন ; তাহার সহিত আকরের কৰ্ম্ম করিতেছেন। পূৰ্ব্বতন মুখসৌভাগ্যের অবস্থা, এক ক্ষণের জন্যেও, তাহার মনে উদিত হয় না। এরূপ স্ত্রীলোককেই পতিব্ৰত৷ কামিনী বলে। আমি ইহার আচরণদর্শনে মোহিত ও চমৎকৃত হইয়াছি। এই আকরের অনতিদূরে এক ক্ষুদ্র গ্রাম আছে। কতিপয় দিন আমি তথায় অবস্থিতি করি। এক দিন, তিন ব্যক্তি, বিয়েনা হইতে আসিয়া, আমার পাশ্ববৰ্ত্তী গৃহে উত্তীর্ণ হইলেন, এবং তত্ৰত্য লোকের নিকট হতভাগ্য কোন্ট আলবার্টর বিষয়ে অনুসন্ধান করিতে লাগিলেন। আমি শ্রবণমাত্র সেই গৃহে উপস্থিত হইলাম, এবং যে রূপে যে অবস্থায় তাহদের স্ত্রীপুরুষকে দেখিয়া আসিয়াছিলাম, সজল নয়নে তাহার সবিশেষ বর্ণন করিলাম ; অনন্তর, জিজ্ঞাসা করিয়া, জানিতে পারিলাম, এই তিন জনের মধ্যে এক ব্যক্তি আলবর্টির পরম বন্ধু, দ্বিতীয় ব্যক্তি তাহার সহধৰ্ম্মিণীর সহোদর, তৃতীয় ব্যক্তি তাহার পিতৃব্যপুত্র। আলবার্ট, যে সেনাপতির সহিত দ্বন্দ্বযুদ্ধে প্রবৃত্ত হইয়া, এইরূপ বিপদগ্ৰস্ত হইয়াছেন, তিনি হত হয়েন নাই, আহতমাত্র হইয়াছিলেন। সেনাপতি, সুস্থ হইয়া, আলবটির অপরাধমার্জন প্রার্থনা করাতে, সম্রাট তাহকে ক্ষমা করিয়াছেন। তদনুসারে, ইহার তিন জনে তাহাদের স্ত্রীপুরুষকে লইয়া যাইতে আসিয়াছেন। এই সংবাদ শুনিয়া, আমি আহলাদে পুলকিত হইলাম ; ক্ষণ বিলম্ব ব্যতিরেকে তাহাদিগকে আকরে লইয়া গেলাম ; আলবার্ট ও র্তাহার সহধৰ্ম্মিণীকে এই শুভ সংবাদ দিলাম। শুনিয়া, ও এই তিন জন আত্মীয়কে দেখিয়া, তাহার। যে অনির্বচনীয় আনন্দ অনুভব করিলেন, তাহ বর্ণন করিতে পারা যায় না। বহির্গমনোপযোগী বেশপরিবর্তন প্রভৃতিতে কতিপয় দণ্ড অতিবাহিত হইল। যখন, তাহারা স্ত্রীপুরুষে পূৰ্ব্বসহচরদিগের নিকট বিদায় লইতে লাগিলেন, আমি দেখিয়া, আহলাদে অধৈর্য্য হইয়া, অশ্রুবিসর্জন করিতে লাগিলাম। কিয়ৎ ক্ষণ পরে, আমরা সেই ভয়ঙ্কর স্থান হইতে বহির্গত হইলাম। আলবার্ট ও র্তাহার সহধৰ্ম্মিণী বহু দিনের পর সুৰ্য্যের মুখ দেখিতে পাইলেন। রাজধানীতে প্রতিগমন করিয়া, তাহার স্ত্রীপুরুষে পুনরায় রাজপ্রসাদভাজন, পূৰ্ব্বতন পদে প্রতিষ্ঠিত, ও প্রভূতসম্পত্তিতে অধিকারী হইয়াছেন, এবং পরম মুখে কালযাপন করিতেছেন।
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৫৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।