পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—তৃতীয় ভাগ (JD( নরাধম দ্বারা এই জঘন্য কাণ্ড সম্পন্ন হইয়াছিল, সকলেই তাহাকে লক্ষ্য করিয়া, একবাক্য হইয়া, তিরস্কার করিতে লাগিলেন। এই বিষয়ে সাইরিলে সৰ্ব্বাপেক্ষায় সমধিক ক্ষুব্ধ ও শোকাকুল হইয়াছিলেন। কিয়ৎ ক্ষণ পরে, তিনি আপন আবাসগৃহে প্রবিষ্ট হইলেন, এবং স্বীয় শয্যাতলে বস্তুবিশেষের অন্বেষণে প্রবৃত্ত হইয়া দেখিলেন, ঐ নারীর পরিচ্ছদ অলঙ্কার প্রভৃতি সমস্ত বস্তু সেই স্থানে স্থাপিত আছে। তখন গত রজনীতে, তিনিই ঐ সমস্ত ব্যাপার সম্পাদন করিয়াছেন, ইহা বুঝিতে পারিয়া, সাইরিলে শোকে ও পরিতাপে ম্রিয়মাণ হইলেন। অতি বিষম অনুতাপানলে তাহার হৃদয় দগ্ধ হইয়া যাইতে লাগিল। তিনি ক্ষণ বিলম্ব ব্যতিরেকে, ধৰ্ম্মভ্ৰাতৃবর্গকে সমবেত করিয়া, গলদশ্রু লোচনে শোকাকুল বচনে, সমস্ত বর্ণন করিলেন। অনন্তর, সকলে একমতাবলম্বী হইয়া, তদীয়সম্মতিগ্রহণপূর্বক, তাহাকে আশ্রমাস্তরে প্রেরণ করিলেন । তত্ৰত্য প্রধান ব্যক্তির এরূপ ক্ষমতা ছিল, তিনি আবশ্যক বোধ করিলে, কোন ব্যক্তিকে গৃহবিশেষে রুদ্ধ করিয়া রাখিতে পারেন । এই আশ্রমে সাইরিলে রজনীযোগে এক গৃহে রুদ্ধ থাকিতেন, সুতরাং স্বপ্নাবেশে গৃহ হইতে বহির্গত হইয়া, যথেচ্ছাচরণ করিতে পারিতেন না । অকুতোভয়ত৷ ফরাসি দেশে দেশুলিয়র নামে এক সদ্বংশসস্তৃতা কামিনী ছিলেন। তিনি কবিত্বশক্তি দ্বার স্বদেশে বিশিষ্টরূপ খ্যাতি ও প্রতিপত্তি লাভ করেন, এবং সৰ্ব্বপ্রকার লোকের নিকট বিলক্ষণ আদরণীয় হয়েন । একদ, তিনি, লুনিবিলের কেন্ট ও কোণ্টেসের (১) সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত, তাহাদের বাসস্থানে গমন করিলেন । তথায় উপস্থিত হইলে, কোন্ট ও কৌন্টেস, তাহার সমুচিত সমাদর ও পরিচর্য্যা করিয়া কহিলেন, রাত্রিবাসের নিমিত্ত, আপনি ইচ্ছানুসারে গৃহ মনোনীত করিয়া লউন ; কিন্তু, একটি গৃহ নির্দিষ্ট করিয়া কহিলেন, কেবল এই গৃহে থাকিতে পাইবেন না, ইহাতে রাত্রিকালে ভূতের আবির্ভাব ও উপদ্রব হয়। কেবল আমরা উভয়ে ঐক্কপ ভাবি, এরূপ নহে ; এই বাটীতে যত লোক আছে, দৈখিয়া শুনিয়া, (১) কৌন্ট—ফ্রান্স প্রভৃতি ইয়ুরোপীয় জনপদে সম্রাস্ত লোকদিগের পদবীবিশেয । কৌন্টের সহধৰ্ম্মিণীর পদবী কৌন্টেস ।