পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—তৃতীয় ভাগ ¢8ტ পিনেসের লোকেরা অহোরাত্র অবিশ্রামে দাড় বাহিতে লাগিলেন। পর দিন, প্রভাত হইবামাত্র, তাহারা অনতিদূরে স্থল নিরীক্ষণ করিলেন। তদর্শনে সকলেরই অন্তঃকরণে সাহস ও উৎসাহের সঞ্চার হইল। তখন তাহার, সেই দিক্‌ লক্ষ্য করিয়া, বিলক্ষণ বল সহকারে ক্ষেপণী ক্ষেপণ করিতে লাগিলেন। কিঞ্চিৎ কাল পরে, পিনেস আফ্রিকার অন্তর্বত্তী মোজাম্বিক পৰ্ব্বতের সন্নিহিত হইলে, তাহার, জগদীশ্বরকে ধন্যবাদ দিয়া, বাষ্পবারিপরিপূরিত নয়নে, তীরে অবতীর্ণ হইলেন। সৌভাগ্যক্রমে অনতিদূরে পোর্জ গীসদিগের এক উপনিবেশ ছিল ; তাহার, অনতিবিলম্বে সেই স্থানে উপস্থিত হইয়া, অশ্বিয় প্রাপ্ত হইলেন । উপনিবেশের লোকেরা, তাহীদের দুরবস্থার আদ্যোপান্ত সমস্ত বৃত্তান্ত অবগত হইয়া, যৎপরোনাস্তি দুঃখিত হইলেন ; কিন্তু ঐ দুই সহোদরের, বিশেষতঃ কনিষ্ঠের, ভ্রাতৃস্নেহের একশেষ শ্রবণ করিয়া, এবং পরিশেষে যে রূপে কনিষ্ঠের প্রাণরক্ষা হইয়াছে তৎসমুদয় বিদিত হইয়া, অত্যন্ত আহলাদিত হইলেন, এবং র্তাহীদের দুই সহোদরকে, এবং কনিষ্ঠের প্রাণরক্ষার নিমিত্ত পিনেসস্থিত লোকদিগকে, মুক্ত কণ্ঠে সাধুবাদ প্রদান করিতে লাগিলেন। আশ্চৰ্য্য দসু্যদমন রাইন নদীর তীরে যুদৰ্য নামে এক গ্রাম আছে। ঐ গ্রামস্থ এক গৃহস্থ, রবিবার প্রাতঃকালে, সন্নিহিত গ্রামের দেবালয়ে, সপরিবারে, উপাসনা করিতে গেলেন। একটি শিশু সন্তান ও একমাত্র তরুণী পরিচারিক বাটীতে রহিল। এই পরিচারিকার নাম হাচেন। সে গৃহস্থের আহার প্রস্তুত করিতেছে, এমন সময়ে বটেলরনামক এক যুবক তথায় উপস্থিত হইল। হাচেনের সহিত এই ব্যক্তির বিবাহের কথা উত্থাপন হইয়াছিল, এজন্য সে মধ্যে মধ্যে আসিয়া তাহার সহিত সাক্ষাৎ ও কথোপকথন করিত। ক্রমে ক্রমে ঐ ব্যক্তির প্রতি হাচেনের অনুরাগসঞ্চার হয়। সে তাহাকে স্থবোধ ও সচ্চরিত্র ব্যক্তি বলিয়া বোধ করিত। কিন্তু বটেলর বাস্তবিক সেরূপ লোক নহে। হাচেন ব্যতিরিক্ত ব্যক্তিমাত্রেই তাহাকে অলস, অকৰ্ম্মণ্য ও দুশ্চরিত্র বলিয়া জানিত। গৃহস্বামী তাহাকে বিলক্ষণ চিনিতেন, এজন্য তাহাকে তাহার বাটতে আসিতে নিষেধ করিয়া দিয়াছিলেন। তদনুসারে, সে আর তাহার বাটতে প্রবেশ, বা হাচেনের সহিত সাক্ষাৎ, করিতে পারিত না । হাচেন সেজন্য