পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(188 বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা অত্যন্ত দুঃখিত ছিল। রবিবার প্রাতঃকালে, গৃহস্থের অনুপস্থিতিরূপ সুযোগ দেখিয়া, সে নির্ভয়ে ঐ বাটীতে আসিয়াছিল। হাচেন, তাহাকে সমাগত দেখিয়া, আহলাদে পুলকিত হইল, সাদর সম্ভাষণ পুরঃসর, তাহাকে বসাইয়া, উত্তম ভক্ষ্য দ্রব্য আনিয়া, আহার করিতে দিল, এবং তাহার নিকটে বসিয়া, প্রফুল্ল চিত্তে কথোপকথন করিতে লাগিল। আহার করিতে করিতে বটেলরের হস্ত হইতে ছুরীখানি ভূমিতে পড়িয়া গেল, অথবা সে ইচ্ছাপূৰ্ব্বক ফেলিয়া দিল, এবং হাচেনকে ঐ ছুরী তুলিয়া দিতে বলিল। হাচেন হাস্যমুখে পরিহাস করিয়া কহিল, সকলে বলে, তুমি অত্যন্ত অলস ও অকৰ্ম্মণ্য লোক ; এ কথা নিতান্ত অলীক বোধ হইতেছে না ; নতুবা ছুরীখানি, আপনি না তুলিয়া, আমায় তুলিয়া দিতে বলিবে কেন ; ছুরী আমার অপেক্ষা তোমার নিকটে আছে, সুতরাং তুমি অনায়াসে তুলিয়া লইতে পার ; তুমি আপনি তুলিয়া লও, আমি কখনই তুলিয়া দিব না ; পুরুষের পরিশ্রমে এত কাতর হওয়া উচিত নহে । যাহা হউক, অবশেযে, হাচেন ছুরী তুলিয়া দিতে তাহার নিকটে আসিল, এবং যেমন, মস্তক অবনত করিয়া, ছুরী তুলিতে গেল, অমনই সেই দুরাত্মা বাম হস্ত দ্বারা বিলক্ষণ বলপূর্বক তদীয় গ্রীবা ধরিয়া, দক্ষিণ হস্ত দ্বারা বস্ত্রমধ্য হইতে এক তীক্ষুধার অস্ত্র বহিস্কৃত করিল, এবং কটুক্তিপ্রয়োগ ও ভয়প্রদর্শন করিয়া কহিল, যদি বাচিতে চাও, চীৎকার করিও না, এবং তোমার প্রভুর সম্পত্তি কোন স্থানে আছে দেখাইয়া দাও, নতুবা এখনই তোমার কণ্ঠচ্ছেদন করিব । তাহার ঈদৃশ ব্যবহার দর্শনে চমৎকৃত ও ভয়ে অভিভূত হইয়া, হাচেন কহিল, কি কর, ছাড়িয়া দাও, আমার প্রাণ যায়, আর খানিক এরূপে ধরিয়া থাকিলে, আমি মরিয়া যাইব । সে কহিল, হয় তোমার প্রভুর সম্পত্তি দেখাইয়া দাও, নয় এখনি তোমার প্রাণবধ করিব । হাচেন বিস্তর বুঝাইল, কিন্তু কিছুতেই তাহাকে নিরস্ত করিতে পারিল না ; অবশেষে, নিতান্ত নিরুপায় ভাবিয়া, ভাব গোপন করিয়া কহিল, আমি যেরূপ দেখিতেছি, তাহাতে, তোমার অভিপ্রায় অনুসারে না চলিলে, আমার নিস্কৃতি নাই ; কিন্তু যদি তুমি আমায় তোমার সঙ্গে লইয়া যাও, তাহ হইলে আমি তোমায় সম্পত্তি দেখাইয়া দি ; কারণ, তুমি সম্পত্তি লইয়া গেলে পর, প্রভু আমায় চোর বলিয়া সন্দেহ করিবেন, এবং তদুপলক্ষে অনেক শাস্তি ও অনেক লাঞ্ছনা ভোগ করিতে হইবেক ; সুতরাং, আমি কোন ক্রমে আর এখানে থাকিতে পারিব না ; তদপেক্ষ তোমার সঙ্গে যাওয়াই আমার পক্ষে