আখ্যানমঞ্জরী—তৃতীয় ভাগ & 8& সৰ্ব্বাংশে শ্রেয়স্কর ; অতএব, আমার কথা শুন, গ্ৰীবা ছাড়িয়া দাও, সত্বর কার্য্য সম্পন্ন কর ; তাহাদের আসিবার অধিক বিলম্ব নাই ; তাহারা আসিয়া পড়িলে, তোমার সকল চেষ্টা বিফল হইবেক, এবং উভয়েই মারা পড়িব । এই সমস্ত কথা শ্রবণ করিয়া, হাচেন তাহার মতানুবৰ্ত্তী হইয়াছে বলিয়া, বটেলরের নিশ্চিত বোধ জন্মিল। তখন সে তাহার গ্রীবা ছাড়িয়া দিল । হাচেন সেই দুরাত্মাকে প্রভুর শয়নাগারে লইয়। গেল, যে করশুকে তাহার সম্পত্তি স্থাপিত ছিল দেখাইয়া দিল । এবং গৃহের কোণ হইতে এক কুঠার আনিয়া তাহার হস্তে দিয়া কহিল, এই কুড়াল লইয়। করগুক ভগ্ন কর, কেবল হস্ত দ্বারা কৃতকাৰ্য্য হইতে পারিবে না ; সত্বর কার্য্য শেষ কর, এই অবকাশে আমি এক বার উপরে যাই, আমার যে সমস্ত দ্রব্য সামগ্ৰী আছে, ও এত দিন কৰ্ম্ম করিয়া যাহ সঞ্চয় করিয়াছি, সমুদয় লইয়া আসি । হাচেনের কার্য্যদর্শনে ও বাক্যশ্রবণে সেই দুরাত্মা অতিশয় সন্তুষ্ট হইল, এবং অনন্তচিত্ত হইয়া, করণ্ডকভঙ্গ পূর্বক, অর্থনিষ্কাশন করিতে লাগিল। হাচেন, এই রূপে সেই দুরাচারের হস্ত হইতে নিস্তার পাইয়া, গৃহ হইতে বহির্গত হইল, এবং মুহূৰ্ত্তমাত্র ইতস্ততঃ ভ্রমণ করিয়া, নিঃশব্দ পদসঞ্চারে প্রত্যাগমনপূর্বক, নিমিষমধ্যে সেই শয়নাগারের দ্বার এ রূপে রুদ্ধ করিল যে, আর সেই দুরাচারের গৃহ হইতে নির্গত হইবার উপায় রহিল না । এই রূপে বটেলরকে গৃহমধ্যে রুদ্ধ করিয়া, হাচেন বাটীর বহিদ্বারে উপস্থিত হইল, এবং লোকসংগ্ৰহ করিবার নিমিত্ত, কাতর স্বরে চীৎকার করিতে লাগিল। কিন্তু, দুর্ভাগ্যক্রমে, সে দিন, সে সময়ে, সেখানে ব্যক্তিমাত্র ছিল না ; কেবল গৃহস্বামীর পঞ্চমবর্ষীয় পুত্রটি কিঞ্চিৎ দূরে খেলা করিতেছিল। তাহাকে দেখিতে পাইয়া, তদীয় নাম গ্রহণপূর্বক, হাচেন উচ্চৈঃস্বরে কহিল, তুমি ঐ পথ দিয়া, দৌড়িয়া তোমার পিতার নিকটে যাও, এবং তাহাকে সত্বর বাট আসিতে বল, নতুব। আমার প্রাণান্ত ও র্তাহার সর্বস্বান্ত হইবেক । বালক, তাহার অভিপ্রায় বুঝিতে পারিয়া, নির্দিষ্ট পথ দিয়া, দৌড়িয়া পিতার নিকটে চলিল। সে তাহার অভিপ্রায় বুঝিয়৷ তদনুযায়ী কাৰ্য্য করিতে গেল, ইহ দেখিয়া, কিঞ্চিৎ অংশে নিশ্চিন্ত হইয়া, হাচেন দ্বারদেশে উপবিষ্ট হইল, এবং ঈশ্বরের কৃপায়, আজি আমি প্রভুর সম্পত্তি রক্ষা করিতে পারিলাম, এই ভাবিয়া, আহলাদে অধৈৰ্য্য হইয়া, আনন্দাশ্র বিসর্জন করিতে লাগিল । কিন্তু, হাচেনের এই আনন্দ অধিকক্ষণস্থায়ী হইল না। অতি বিকট তুরশিদ তাহার কর্ণকুহরে প্রবিষ্ট হইল। বটেলর এক সহচর সঙ্গে আনিয়াছিল, এবং এই উপদেশ \లసి
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।