পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(? 8.br বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা সেই দস্থ্য, অতি কষ্টে গৰ্ত্ত অতিক্রম করিয়া, মিলযন্ত্রের বৃহৎ চক্রে অবস্থিত হইল এবং নিতান্ত অনায়ত্ত হইয়া, সেই চক্রের সঙ্গে ঘুরিতে লাগিল ; প্রথমতঃ যন্ত্রের গতি স্থগিত করিবার, তৎপরে ঘূর্ণ্যমান চক্র হইতে অপস্থত হইবার, বিস্তর চেষ্টা পাইল, কিন্তু কোন অংশেই কৃতকাৰ্য্য হইতে পারিল না। তখন সে ভয়ে ও বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল, এবং প্রতিক্ষণেই প্রাণবিনাশ শঙ্কা করিতে লাগিল ; অবশেষে, প্রাণরক্ষাবিষয়ে নিতান্ত হতাশ্বাস হইয়া, বিকট আৰ্ত্তনাদ ও উৎকট আত্মভৎসন আরম্ভ করিল। হাচেন, অসম্ভাবিত আৰ্ত্তনাদ শ্রবণে চকিত হইয়া, সত্বর গমনে, সেই স্থানে উপস্থিত হইল, দেখিল ইদুর যেমন কলে পড়িয়া, বিবশ হইয়া, ছটুপটু করিতে থাকে, ঐ দুরন্ত দস্থ্যর অবিকল সেই অবস্থা ঘটিয়াছে। হাচেনকে উপস্থিত দেখিয়া, দস্থ্য নিতান্ত কাতর বাক্যে এই প্রার্থনা করিতে লাগিল, তুমি যন্ত্রের গতি স্থগিত করিয়া, আমায় প্রাণ দান কর ; আমি জন্মের মত তোমার ক্রীতদাস হইয়া থাকিব । হাচেন তাহার প্রার্থনায় কর্ণপাত করিল না, দাড়াইয়া হাস্যমুখে কৌতুক দেখিতে লাগিল। চক্রের সঙ্গে অবিশ্রামে ঘূর্ণিত হওয়াতে, দম্য ক্রমে ক্রমে বিচেতন হইল, এবং যন্ত্রের নিম্ন ভাগে পতিত হইয়া, সেই অবস্থায় ঘুরিতে লাগিল। যত ক্ষণ পর্য্যন্ত তাহার চেতনা ছিল, এক বার বিনয়, এক বার লোভদর্শন, এক বার বা ভয়প্রদর্শন এই রূপে নিরস্তর ইচেনের নিকট এই প্রার্থনা করিয়াছিল, তুমি আমায় প্রাণ দান কর । সে মনে করিলে, যন্ত্রের গতি স্থগিত করিয়া, অনায়াসে ঐ দস্থ্যকে অবতীর্ণ করিতে পারিত ; কিন্তু সেরূপ করা তাহার পক্ষে কোন ক্রমে পরামর্শসিদ্ধ ছিল না ; কারণ, বিপদ উত্তীর্ণ হইলেই দস্থ্য পুনরায় নিজ মূৰ্ত্তি ধরিত, তাহার সন্দেহ নাই। হাচেন ইহাও জানিত, যন্ত্রে থাকিলে, তাহার প্রাণনাশের কোন আশঙ্কা নাই, কেবল উৎকট ভয়ে অনবরত অভিভূত থাকিয়া, আন্তরিক যাতনা ভোগ করিবে । এই সকল কারণে, সে তাহার অবতারণে বিরত রহিল। অবশেষে, হাচেন, বহিদ্বারের কপাটে উৎকট আঘাত শুনিয়া সত্বর গমনে তথায় উপস্থিত হইল, এবং স্বীয় প্রভুকে প্রত্যাগত দেখিয়া, অবিলম্বে দ্বার খুলিয়া দিল । গৃহস্বামী সপরিবারে ও সমবেত প্রতিবেশিবর্গ সমভিব্যাহারে বাটতে প্রবেশ করিলেন। তিনি, রবিবারে মিল চলিতে দেখিয়া, যৎপরোনাস্তি বিস্ময়াবিষ্ট হইয়া আসিয়াছিলেন ; পরে, বাটীর বহির্ভাগে পঞ্চমবৰ্ষীয় বালককে বদ্ধহস্ত বদ্ধপদ ভূতলে নিক্ষিপ্ত, এবং বহিদ্বার রুদ্ধ, দেখিয়া, কি সৰ্ব্বনাশ ঘটিয়াছে কিছু স্থির করিতে না পারিয়া, অত্যন্ত ব্যাকুলচিত্ত