পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—তৃতীয় ভাগ (8సి হইয়াছিলেন, এজন্য নিতান্ত ব্যগ্র হইয়া, হাচেনকে এই সমস্ত বিরূপ ঘটনার কারণ জিজ্ঞাসা করিলেন। সে সংক্ষেপে সমস্ত বৃত্তান্ত বর্ণন করিয়া মূৰ্ছিত ও ভূতলে পতিত হইল। গৃহস্বামী অনেক কষ্টে তাহার চৈতন্য সম্পাদন করিলেন। অনন্তর, সকলে, মিলঘরে প্রবেশ করিয়া, যন্ত্রের গতি স্থগিত করিলেন । অচেতন দত্ম্য তন্মধ্য হইতে নিষ্কাশিত হইল । পরে, সকলে, গৃহস্বামীর শয়নাগারের দ্বার উদঘাটিত করিয়া, বটেলরকে রুদ্ধ করিলেন। উভয়ে তৎক্ষণাৎ রাজপুরুষদিগের হস্তে সমপিত হইল, এবং অনতিবিলম্বে উৎকট অপরাধের সমুচিত প্রতিফল পাইল । গৃহস্বামী, হাচেনের মুখে আছোপাস্ত সমস্ত বৃত্তান্ত সবিশেষ অবগত হইয়া, তদীয় অদ্ভুত সাহস, অবিচলিত প্রভুভক্তি, ও নিরতিশয় প্রত্যুৎপন্নমতিত্ব দর্শনে মোহিত ও চমৎকৃত হইলেন, এবং এই সমস্ত অসাধারণ গুণের পুরস্কারস্বরূপ আপন জ্যেষ্ঠ পুত্রের সহিত তাহার বিবাহ দিলেন। হাচেন অতি দীনের কন্য। তাহার ভাগ্যে ঈদৃশ সম্পন্ন পরিবারে পরিণয় ঘটিবার কোন সম্ভাবনা ছিল না । সে, এক্ষণে আশার অতিরিক্ত ফল লাভ করিয়া, সুখে ও স্বচ্ছন্দে কালহরণ করিতে লাগিল । দয়া ও সৌজন্যের পরা কাষ্ঠী খৃষ্টধৰ্ম্মাবলম্বীদিগের মধ্যে কোয়েকর নামে এক সম্প্রদায় আছে। ঐ সম্প্রদায়ের লোকদিগের নিয়ম এই, তাহারা প্রাণান্তেও অন্তের অনিষ্টাচরণ করেন না, এবং অন্ত্যে তাহাদের অনিষ্টাচরণে প্রবৃত্ত হইলেও, তাহার রোষের বশবৰ্ত্তী হইয়া বৈরসাধনে উদ্যত হয়েন না । ইংলণ্ডের অধীশ্বর দ্বিতীয় চালসের অধিকারকালে, এক জাহাজ বাণিজ্যার্থে বীনিস যাত্র; করিয়াছিল। ঐ জাহাজের অধ্যক্ষ ও তদীয় সহকারী কোয়েকর সম্প্রদায়ের লোক ছিলেন । এই সময়ে, খৃষ্টধৰ্ম্মাবলম্বী ইয়ুরোপীয় লোক ও মুসলমানধৰ্ম্মাবলম্বী তুরুষ্কজাতি, এ উভয়ের পরস্পর অত্যন্ত বিরোধ ও বিদ্বেষ ছিল । সুযোগ পাইলে, তাহারা পরস্পরের জাহাজলুণ্ঠন ও তত্ৰত্য লোকদিগকে রুদ্ধ করিয়া দাসরূপে বিক্রয় করিতেন। পূৰ্ব্বোক্ত জাহাজ বীনিস হইতে প্রতিগমন করিতেছে, পথিমধ্যে তুরুষ্কজাতীয় দত্ম্যদল আক্রমণ করিয়া, তত্ৰত্য লোকদিগকে নিরস্ত্র ও আপনাদিগের সম্পূর্ণ আয়ত্ত করিয়া লইল, এবং দশ জন তুরুষ্কদস্থ্য, আয়ত্ত্বীকৃত লোকদিগকে দাসরূপে বিক্রয় করিবার নিমিত্ত, ঐ জাহাজ আফ্রিকায় লইয়া চলিল ।