পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—তৃতীয় ভাগ QQS) হইলেন। কিয়ৎ ক্ষণ পরে, তিনি সহকারী অধ্যক্ষের দিকে দৃষ্টিপাত করিয়া কহিলেন, তুরুষ্কদিগকে আমার নিকট আনা তোমাদের উচিত ছিল। সহকারী কহিলেন, আমি তাহাদিগকে স্বদেশে পহুছাইয়া দেওয়া তাহাদের পক্ষে অধিকতর শ্রেয়স্কর বিবেচনা করিয়াছিলাম । যতো ধৰ্ম্মস্ততে জয়ঃ জৰ্ম্মন সাগরের উপকূলে এক সমৃদ্ধিশালী জনপদ আছে। কিছু কাল পূর্বে, ঐ জনপদে সাবিনস নামে এক যুবক ছিলেন। এই যুবক সমৃদ্ধবংশসস্তৃত। তিনি যেরূপ অসাধারণরূপগুণসম্পন্ন ছিলেন, সচরাচর সেরূপ দেখিতে পাওয়া যায় না । তাহার প্রতিবেশিনী অলিন্দানায়ী এক কামিনী অলৌকিকরূপলাবণ্যপূর্ণ ও অসামান্তগুণসম্পন্ন। ছিলেন। ক্রমে ক্রমে উভয়েরই অন্তঃকরণে প্রণয়সঞ্চার হইলে, সাবিনস যথানিয়মে অলিন্দার পাণিগ্রহণ করিলেন । এই রূপে দম্পতিভাবে সস্বদ্ধ হইয়া, উভয়ে মনের মুখে কালযাপন করিতে লাগিলেন । কিন্তু, অবিচ্ছিন্ন সুখসম্ভোগে কালহরণ করা অল্প লোকের ভাগ্যে ঘটিয় থাকে । অন্ত শুভদ্বেষিণী ঈর্ষ্যা, কিয়ৎ কালের নিমিত্ত, তাহদের সুখে কালহরণ করিবার দুরতিক্রম প্রত্যুহ হইয়া উঠিল। ঐ স্থানে এরিয়াননায়ী অপর এক কামিনী ছিলেন। তাহার সহিত সাবিনসের সন্নিহিত কুটুম্বসম্বন্ধ ছিল। এরিয়ান বিলক্ষণ স্বরূপ, সাতিশয় সমৃদ্ধিশালিনী, স্বভাবতঃ প্রফুল্লহৃদয়া, সদ্বিবেচনাপূর্ণ ও দয়াদক্ষিণ্যাদিসদগুণসম্পন্ন ছিলেন। তাহার একান্ত বাসনা ছিল, সাবিনসের সহধৰ্ম্মিণী হইয়া সুখে কালযাপন করিবেন। কিন্তু, সাবিনস অলিন্দার পাণিপীড়ন করাতে, র্তাহার সে বাসনা বিফল হইয়। গেল। তদ্বারা তাহার হৃদয় ঈর্ষ্যাকলুষিত ও বিদ্বেষদূষিত হইল। ঈর্ষ্যার কি অনির্বচনীয় মহিমা । তাহার স্বভাবসিদ্ধ প্রফুল্লহৃদয়তা ও দয়াদাক্ষিণ্যাদি গুণ অন্তহিত হইল। তিনি, ঈর্ষ্যার বশীভূত ও বিদ্বেষবুদ্ধির অধীন হইয়া, অনবরত এই চিন্তা করিতে লাগিলেন, কি রূপে তাহদের অনিষ্টসাধন করিতে পরিবেন, এবং কি রূপেই বা তাহীদের বিয়োগংঘটন করিয়া দিবেন। উভয়ের মধ্যে অলিন্দার উপরেই তাহার সমধিক আক্রোশ জন্মিয়াছিল ; কারণ, অলিন্দ না থাকিলে, তাহার সাবিনসের সহিত পরিণয়সংঘটনের আর কোন প্রতিবন্ধক ছিল না । 업o