পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ώ (28 বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা কিছু দিন পরেই, এরিয়ানার মনস্কামনা পূর্ণ হইবার বিলক্ষণ সুযোগ ঘটিয়া উঠিল। দীর্ঘ কাল ব্যাপিয়া, অপর এক ব্যক্তির সহিত সাবিনসের বিবাদ চলিতেছিল। ঐ বিবাদে র্তাহার পরাজয়ের কিছুমাত্র সম্ভাবনা ছিল না। দৈববিড়ম্বনায়, উহার এ রূপে নিপত্তি হইল যে, সাবিনসের সর্বস্বাস্ত হইয়া গেল। এত দিন, তিনি বিলক্ষণ সমৃদ্ধিশালী ব্যক্তি বলিয়া গণনীয় ছিলেন, এক্ষণে একবারে নিতান্ত নিঃস্ব হইয়া পড়িলেন। এরিয়ানার যে তাহার উপর মৰ্ম্মান্তিক রোয ও দ্বেষ জন্মিয়াছিল, এপর্য্যন্ত তিনি তাহার বিন্দুবিসর্গও অবগত ছিলেন না । তিনি জানিতেন, এরিয়ানা তাহাদের অতি আত্মীয়, এজন্য এই দুঃসময়ে তাহার নিকট আনুকূল্য প্রার্থনা করিলেন। এরিয়ানা আনুকূল্যপ্রদানে সম্মত হইলেন না । তদর্শনে সাবিনস বিস্তর অনুযোগ ও ভৎসনা করিলেন। তখন এরিয়ান কহিলেন, যদি তুমি আমার মতানুসারে চল, এবং আমি যে প্রস্তাব করিতেছি তাহাতে সম্মত হও, তাহ হইলে আমি তোমার হস্তে আমার সর্বস্ব সমর্পণ করিব, এবং যাবজ্জীবন তোমার আজ্ঞানুবৰ্ত্তিনী হইয়। চলিব। আমার প্রস্তাব এই, তুমি অদ্যাবধি অলিন্দাকে পরিত্যাগ কর । সৰ্ব্বস্বাস্ত হওয়াতে, সাবিনস অত্যন্ত দুরবস্থায় পড়িয়াছিলেন, যথার্থ বটে ; কিন্তু তিনি সুশীল, সচ্চরিত্র, সদ্বিবেচক ও স্যায়পরায়ণ ছিলেন এবং অলিন্দাকে অত্যন্ত ভাল বাসিতেন । তিনি অর্থলোভে পত্নীপরিত্যাগে সম্মত হইবার লোক নহেন ; এজন্য, ঘৃণা ও রোষ প্রদর্শনপূর্বক, এরিয়ানার প্রস্তাবে অমত ও অবজ্ঞা প্রদর্শন করিলেন। এরিয়ান, তাহাতে অবমানিত বিবেচনা করিয়া, যৎপরোনাস্তি কুপিত হইলেন, এবং তদবধি সাবিনসের সহধৰ্ম্মিণী হইবার প্রত্যাশা পরিত্যাগ করিয়া, যাহাতে র্তাহীদের উচ্ছেদসাধন করিতে পারেন, সৰ্ব্ব প্রযত্নে তাহারই চেষ্টা ও অনুসন্ধান করিতে লাগিলেন। পূর্বে, সাবিনসের পিতা এরিয়ানার পিতার নিকট ঋণ গ্রহণ করিয়াছিলেন । তিনি তাহা পরিশোধ করিয়া যান নাই। ইতিপূৰ্ব্বে সে বিষয়ের কোন উল্লেখ ছিল না। কি এরিয়ান, কি সাবিনস, কেহই এপর্য্যন্ত ঐ ঋণের বিষয় কিছুমাত্র অবগত ছিলেন না। সদ্ভাব থাকিলে, এরিয়ান কদাচ ঐ ঋণ আদায় করিবার চেষ্টা পাইতেন না। কিন্তু, এক্ষণে উল্লিখিত ঋণের সন্ধান পাইয়া, তিনি বিচারালয়ে সাবিনসের নামে অভিযোগ উপস্থিত করিলেন । সাবিনস, ঋণপরিশোধে অসমর্থ হওয়াতে, কারাগারে নিক্ষিপ্ত হইলেন। তাহার প্রেয়সী অলিন্দ, স্বেচ্ছাপ্রবৃত্ত হইয়া, তাহার সহিত কারাগারে প্রবেশ করিলেন। এরূপ অবস্থায় অনেকেরই চিত্তবৈকল্য ও বুদ্ধিবিপৰ্য্যয় ঘটিয়া থাকে, এবং সাতিশয় সুখসম্ভোগের সময় সহসা দুঃসহ ক্লেশভোগ ঘটিলে, প্রায় সকলেই শোকাকুল ও ম্রিয়মাণ