পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

QQ○ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা করিয়া দিলেন, এবং এরিয়ানার মৃত্যুসংবাদশ্রবণে অত্যন্ত শোকাকুল হইয়া, বিলাপ ও পরিতাপ করিতে লাগিলেন । বস্তুতঃ, এরিয়ানার মৃত্যু হয় নাই ; তিনি, সাবিনস ও অলিন্দার মনের ভারপরীক্ষার্থে, ছলনা করিয়া ঐ লোককে ঐরাপ কহিতে পাঠাইয়া দেন । তিনি স্থির করিয়াছিলেন, ইহার যেরূপ দুরবস্থায় পড়িয়াছে, এই প্রস্তাব শুনিলে, অবশুই এতদনুযায়ী কাৰ্য্য করিতে সম্মত হইবেক ; বিশেষতঃ, আম৷ হইতেই তাহীদের কারাবাস ঘটিয়াছে, সুতরাং আমার মৃত্যু শুনিলে নিঃসন্দেহ তাহাদের আহলাদ জন্মিবেক । তিনি পাশ্ববৰ্ত্তী গৃহে প্রচ্ছন্ন ভাবে অবস্থিতি করিতেছিলেন, সুতরাং স্বকৰ্ণে, ও তাহার প্রেরিত প্রতিনিবৃত্ত লোকের মুখে, সবিশেষ সমস্ত শ্রবণ করিয়া, তাহদের প্রতি তাহার অতিশয় ভক্তি জন্মিল, এবং যে বিদ্বেষবুদ্ধির অধীন হইয়া, এত দিন তাহাদিগকে কষ্ট দিতেছিলেন, তাহ। এক কালে অন্তহিত হইল। এরূপ সুশীল ও ধৰ্ম্মপরায়ণ ব্যক্তিদিগকে অকারণে অবমানিত করিয়াছি, ও যার পর নাই কষ্ট দিয়াছি, ইহা ভাবিয়া তিনি অত্যন্ত ক্ষুব্ধ ও লজ্জিত হইলেন । তখন এরিয়ানার হৃদয়ে স্বভাবসিদ্ধ দয়। দক্ষিণ্য প্রভূতি সদগুণ সমুদায় পুনরায় আবিভূত হইল। তিনি, অশ্রুপূর্ণ লোচনে সেই গৃহে প্রবেশ করিয়া, আকুল বচনে পুৰ্ব্বকৃত নৃশংস আচরণের নিমিত্ত ক্ষমাপ্রার্থনা করিলেন, এবং উভয়কেই স্নেহভরে আলিঙ্গন করিয়া, প্রবল বেগে বাষ্পবারিবিসর্জন করিতে লাগিলেন । সাবিনস ও অলিন্দ। সেই দিবসেই কারামুক্ত হইলেন। এরিয়ানা, বিনিয়োগপত্র দ্বারা তাহাদিগকে স্বীয় সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী নিৰ্দ্ধারিত করিয়া রাখিলেন এবং যাহাতে র্তাহ (রা আপাততঃ সুখে ও স্বচ্ছন্দে কালযাপন করিতে পারেন, তাহারও ব্যবস্থা করিয়া দিলেন । র্তাহার। এই রূপে, সকল ক্লেশ হইতে মুক্ত হইয়া, পরম সুখে বাস করিতে লাগিলেন । কিছু দিন পরেই, এরিয়ানার মৃত্যু হইল। অন্তিম সময়ে, তিনি এই কথা বলিয়া যান যে, ধৰ্ম্মপথে থাকিলে অবশ্যই সুখ, সম্পত্তি ও সৌভাগ্য লাভ ঘটে ; ধাৰ্ম্মিক ব্যক্তিকে যদিও, কোন কারণে, আপাততঃ কষ্টভোগ করিতে হয়, কিন্তু যদি তিনি ধৰ্ম্মপথ হইতে বিচলিত না হন, চরমে জয় লাভ স্থির সিদ্ধান্ত ।