○○ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা র্তাহারা এমন প্রবল হইয়াছিলেন যে, তাহাদিগকে কোনও প্রকার বাধা দিতে নবাবের কৰ্ম্মকারকদিগের সাহস হইত না । ইঙ্গরেজদের গোমস্তার, শুল্কবঞ্চন করিবার নিমিত্ত, ইচ্ছা অনুসারে, ইঙ্গরেজী নিশান তুলিত, এবং দেশীয় বণিক ও রাজকীয় কৰ্ম্মকারকদিগকে যৎপরোনাস্তি ক্লেশ দিত। ব্যক্তি মাত্রেই, যে কোনও ইঙ্গরেজের স্বাক্ষরিত দস্তক হস্তে করিয়া, আপনাকে কোম্পানি বাহাদুরের তুল্য বোধ করিত। নবাবের লোকেরা কোনও বিষয়ে আপত্তি করিলে, যুরোপীয় মহাশয়েরা, সিপাই পাঠাইয়া, তাহাদিগকে ধরিয়া আনিতেন ও কারারুদ্ধ করিয়া রাখিতেন। শুল্ক না দিয়া কোনও স্থানে কিছু দ্রব্য লইয়া যাইবার ইচ্ছা হইলে, নাবিকেরা নৌকার উপর কোম্পানির নিশান তুলিয়া দিত । ফলতঃ, এই রূপে, নবাবের পরাক্রম এক কালে লোপ পাইল । দেশীয় বণিকদিগের সৰ্ব্বনাশ উপস্থিত হইল। ইঙ্গরেজ মহাত্মারা বিলক্ষণ ধনশালী হইয়া উঠিলেন। নবাবের রাজস্ব অত্যন্ত নূ্যন হইল ; কারণ, ইঙ্গরেজেরাই কেবল মাশুল দিতেন না, এমন নহে ; যাহারা তাহাদের চাকর বলিয়া পরিচয় দিত, তাহারাও, তাহাদের নাম করিয়া, মাশুল ফাকি দিতে আরম্ভ করিল। মীর কাসিম, এই সকল অত্যাচারের উল্লেখ করিয়া, কলিকাতার কোন্সিলে অনেক বার অভিযোগ করিলেন। পরিশেষে, তিনি এই বলিয়া ভয় দেখাইলেন, আপনারা ইহার নিবারণ না করিলে, আমি রাজ্যাধিকার পরিত্যাগ করিব । বান্সিটার্ট ও হেষ্টিংস সাহেব এই সকল অন্যায়ের নিবারণ বিষয়ে অনেক চেষ্টা করিলেন ; কিন্তু, কোন্সিলের অন্যান্য মেম্বরেরা, ঐ সকল অবৈধ উপায় দ্বারা, উপার্জন করিতেন, সুতরাং তাহদের সে সকল চেষ্টা বিফল হইল। পরিশেষে, ঐ সকল অবৈধ ব্যবহারের এত বাড়াবাড়ি হইয়া উঠিল যে, কোম্পানির গোমস্তাদিগের নিদ্ধারিত মূল্যেই, দেশীয় বণিকদিগকে ক্রয় বিক্রয় করিতে হইত। অতঃপর, মীর কাসিম ইঙ্গরেজদিগকে শক্রমধ্যে পরিগণিত করিলেন ; এবং ত্বরায় উভয় পক্ষের পরস্পর যুদ্ধ ঘটিবার সম্পূর্ণ সম্ভাবনা হইয়া উঠিল। ইহার নিবারণার্থে, বান্সিটার্ট সাহেব, স্বয়ং মুঙ্গেরে গিয়া, নবাবের সহিত সাক্ষাৎ করিলেন, নবাবও সৌহৃদ্য ভাবে তাহার সংবৰ্দ্ধনা করিলেন। পরে, বিষয়কৰ্ম্মের কথা উত্থাপিত হইলে, মীর কাসিম, কোম্পানির কৰ্ম্মকারকদিগের অত্যাচার বিষয়ে যৎপরোনাস্তি অসন্তোষ প্রদর্শন পূর্বক, অনেক অমুযোগ করিলেন। বান্সিটার্ট সাহেব, র্তাহাকে অশেষ প্রকারে সান্তন করিয়া, প্রস্তাব করিলেন, কি দেশীয় লোক, কি ইঙ্গরেজ,
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।